নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারের এগারসিন্দুর ফিলিং ষ্টেশন এলাকা হতে গতকাল শুক্রবার তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো উজ্জল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে র্যাব। উজ্জল ব্রাহ্মনবাড়িয়া জেলার উলচাপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে।
র্যাব -১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ উজ্জললে গ্রেফতার করা হয়। এ সময় একটি মুঠোফোন সেট জব্দ করে র্যাব। র্যাবের জিজ্ঞাসাবাদে উজ্জল মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply