সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৫ জুলাই রোমান-দিয়া বিয়ে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩
৫ জুলাই রোমান-দিয়া বিয়ে

দেশের আরচারির দুই বড় তারকা রোমান-দিয়ার পরিণয় ছিল বেশ কয়েক বছর ধরে। অবশেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দিয়ার বাড়ি নীলফামারীতে ৫ জুলাই অনুষ্ঠান শেষে ৮ জুলাই রোমান সানার বাড়িতে অনুষ্ঠান। রোমান ও দিয়া দুই জনই দুই জনের বাড়িতে আরচ্যারি এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের দাওয়াত দিয়েছেন ও দোয়া চেয়েছেন, ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক জীবনের জুটি গড়ার পর খেলার পারফরম্যান্সে ছেদ পড়েছে। নিজেদের ক্ষেত্রে এমন হবে না বললেন দুই জনই, ‘আগে আমরা একে অন্যকে পেছন থেকে সহায়তা করতাম। এখন লাইফ পার্টনার হিসেবে দুই জন দুজনার পাশে থাকব। আমার দুই জনই একই ইভেন্ট খেলি ফলে আমাদের জন্য আরও সহায়ক হবে।’

দিয়া খেলার মতো পড়াশোনাতেও সফল। এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন। ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবিশাল ক্যারিয়ার সামনে রেখে আগেই জীবনের আরেকটি ইনিংস শুরু করছেন দিয়া। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপ শেষে রোমান বলেন, ‘আপনারা ক্রিকেটের সঙ্গে মিল রেখে ইনিংস বলছেন কেন? আরচারিতে বলতে পারেন নতুন সেট শুরু করছি আমরা।’ বয়সের হিসাবে দিয়া অনেক আগে বিয়ের পিড়িতে বসলেও রোমানের জন্য অবশ্য বেশ পরিণত বয়সই। তাই এখন নতুন সেট শুরু করার প্রকৃত সময় মনে করেন রোমান, ‘আমার হয়তো আরো একটু আগে বিয়ে করা দরকার ছিল। তবে এখন হচ্ছে এটাও ভালো।’ দিয়া বলেন, ‘বিয়ে নিয়ে কোন চাপই নেই। এবার দুটি স্বর্ণ জিতলাম। আমার তো খুব ভালো লাগছে।’ অন্য বিষয়ের মতো বিয়ে নিয়েও স্পষ্টবাদী দিয়া সিদ্দিকী, ‘আমাদের নিয়ে কিছু কনফিউশন ছিল। বিয়ের মাধ্যমে সেই কনফিউশন দুর হচ্ছে।’

ক্রীড়াঙ্গনে অনেক ডিসিপ্লিনেই ক্রীড়াবিদরা খেলা ছাপিয়ে বাস্তব জীবনেও জুটি গড়েছেন। আরচারিতে এটি দ্বিতীয় জুটি। আগের জুটিটি রিকার্ভ-কম্পাউন্ড ইভেন্টের ছিল। এবার রিকার্ভ ইভেন্টের দু’জন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe