বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনায় রাজধানীর কোন এলাকায় কতজন আক্রান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭১ জন ও মারা গেছেন ২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ১৭০ জন। আর আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন। আর এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

আজ শুক্রবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৯৫৮টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১২ দশমিক ২৫ শতাংশ। যে ২ জন মারা গেছেন তার একজনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে আরেকজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। এরমধ্যে একজন ঢাকার, বাকি একজন অন্য জেলার। একজন নারী ও একজন পুরুষ।

আইইডিসিআর এর তথ্য মতে রাজধানীর বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা হলো-মিরপুর এলাকা ১৩৭, রাজারবাগ ১১৯, যাত্রাবাড়ী ৭৩, লালবাগ ৬৭, মোহাম্মদপুর ৬১, মহাখালী ৫৪, বংশাল ৪৯, কাকরাইল ৪৭, উত্তরা ৪৬, তেজগাঁও ৪৪, মুগদা ৪৩, মিটফোর্ড ৩৮, ধানমন্ডি ৩৭, ওয়ারী ৩৭, শাহবাগ ৩৬, মগবাজার ৩৫, চকবাজার ৩২, গেন্ডারিয়া ৩২, স্বামীবাগ ৩১, মালিবাগ ৩০, বাসাবো ২৮, শাঁখারীবাজার ২৮, হাজারীবাগ ২৭, পুরানা পল্টন ২৭, চাঁনখারপুল ২৭, খিলগাঁও ২৬, গুলশান ২৪, বাড্ডা ২২, জুরাইন ২২, টোলারবাগ ১৯ , আজিমপুর ১৮, রামপুরা ১৬, কামরাঙ্গীরচর ১৬, সূত্রাপুর ১৬, শান্তিনগর ১৪, টিকাটুলি ১৪, গ্রিন রোড ১২, শ্যামলী ১২, বাবুবাজার ১১, নারিন্দা ১১, আগারগাঁও ১১, গোপীবাগ ১১, লক্ষ্মীবাজার ১০, শাজাহানপুর ১০, কোতোয়ালি ৯, ইস্কাটন ৯, বনানী ৯, নাখালপাড়া ৯, রমনা ৯, ডেমরা ৯, নাজিরাবাজার ৯, বসুন্ধরা আবাসিক এলাকা ৮, কাজীপাড়া ৮, আদাবর ৭, গুলিস্তান ৭, সবুজবাগ ৭, ক্যান্টনমেন্ট ৭, নয়াবাজার ৭, বারিধারা ৭, জিগাতলা ৬, শনিরআখড়া ৬, কল্যাণপুর ৬, কলাবাগান ৬, শেরে বাংলানগর ৬, কদমতলী ৫, ফার্মগেট ৫, শান্তিবাগ ৫, বকশীবাজার ৫, কারওয়ান বাজার ৫, এলিফ্যান্ট রোড ৫, পোস্তগোলা ৫, বেইলি রোড ৪, সায়েদাবাদ ৪, রায়ের বাজার ৪, সিদ্ধেশ্বরী ৪, মাতুয়াইল ৪, তেজতুরী বাজার ৪, শেওড়াপাড়া ৪, মালিটোলা ৪, নবাবগঞ্জ ৪, নিমতলী ৪, সেগুনবাগিচা ৪, সোয়ারীঘাট ৩, পীরেরবাগ ৩, হাতিরপুল ৩, হাতিরঝিল ৩, গোড়ান ৩, খিলক্ষেত ৩, সদরঘাট ৩, গণকটুলি ৩, তাঁতীবাজার ৩, নীলক্ষেত ৩, সেন্ট্রাল রোড ২, ইসলামপুর ২, শাহ আলীবাগ ২, দয়াগঞ্জ ২, ধোলাইখাল ২, জেলগেট ২, আরমানিটোলা ২, কুড়িল ২, মতিঝিল ২, ভাটারা ২, রায়েরবাগ ২, বাংলামোটর ২, মানিকনগর ২, আমিনবাজার ২, আমলাপাড়া ২, কমলাপুর ২, ফকিরাপুল ২, ইব্রাহীমপুর ২, মাদারটেক ২, রাজাবাজার ২, ইসলামবাগ ২, মেরাদিয়া ২, তেজকুনীপাড়া ২, বসিলা ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১, বেগুনবাড়ী ১, ঢাকেশ্বরী ১, নবাবপুর ১, বানিয়ানগর ১, শ্যামপুর ১, বেগমবাজার ১, ফরিদাবাগ ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেখেরটেক ১, কলতাবাজার ১, মোহনপুর ১, গোলারটেক ১, কাঁঠালবাগান ১, বনশ্রী ১, তুরাগ ১, দনিয়া ১, করাতিটোলা ১, রসুলপুর ১, রূপগঞ্জ ১, আবদুল্লাহপুর ১, বিজয়নগর ১, দক্ষিণখান ১, মান্ডা ১, মণিপুর ১ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com