মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুমিল্লা সদর দক্ষিণে ১০০ টাকা না দেওয়ায় শিশুর উপর নির্যাতন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলায় বাবার কাছে ১০০ টাকা চাঁদা না পেয়ে ৪ বছরের শিশু মাইসা আক্তার সুর্বণার উপর অমানবিক নির্যাতন চালায় বখাটেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- কুমিল্লা সিটি কর্পোরেশনের মাস্টার রুলে নিয়োগ প্রাপ্ত স্টাফ আবু ইউসূফ বাসা ভাড়া নিয়ে কুমিল্লা নগরীর শাকতলায় স্ত্রী রোজিয়া ও সন্তানকে নিয়ে থাকেন। গত ১ বছর যাবত শাকতলা এলাকার হাজী আব্দুর রহমানের পুত্র জসীম, কুদ্দুস, রিহান, পিতা: অজ্ঞাতসহ ২জন বখাটে ইউসূফের ভাড়া বাসায় এসে বিভিন্ন সময় চাঁদা হিসেবে ১০০ বা ৩০০ টাকা নিতো, এমনকি তাদের কথা মতো টাকা না দিলে ইউসূফকে প্রাণ নাশের হুমকি দিতো।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউসূফের ভাড়া বাসায় এসে ইউসূফের অনুউপস্থিতিতে তাহার স্ত্রীর কাছে ২০০ টাকা চাঁদা চায় উপরোক্ত বখাটেরা, বখাটে যুবকদের কথা মত টাকা না দেওয়ায় ইউসূফের চার বছর বয়সের শিশু মাইসা আক্তার সুর্বণার উপর অমানবিক নির্যাতন চালায়। এতে মাইসা আহত হয়ে পরলে তাহাকে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালের জরুরী বিভাগের নেওয়া হয়। ডা: সামদানীর অধীনে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। মাইসা আক্তার সুর্বণার হাসপাতাল রেজি:নং-৪৫৬১.তাং-২৮.৩.২০১৯ইং। এ ঘটনায় মাইসার বাবা আবু ইউসূফ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি জানান-শিশু মাইসা নির্যাতনের বিষয়টি আমি জেনেছি, থানাতেও শিশু নির্যাতন করার দায়ে অভিযোগ হয়েছে, কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইন্সপেক্টর আজিজুল হককে দ্রুত অভিযোক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com