কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি রতন হত্যা মামলার এজহারভূক্ত আসামি পাভেলকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বগাপুতা এলাকা থেকে গ্রেফতার করা হয়। রতন হত্যা মামলার এক নাম্বার আসামি ও উপজেলার বানাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে পাভেল। তিনি রতন হত্যা মামলার ২ নম্বর এজহারভূক্ত আসামি।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। তিনি আরও জানান, গত ১১ জানুয়ারি রাত ৬ টা থেকে ৭টার দিকে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে বানাইল বাজারে আসামি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পাভেলসহ অন্যান্য আাসামিগণ পথসভা করে। পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন রতনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়। ভিকটিম আবুল হোসেন রতন ১২ জানুয়ারি সকালে আসামি গিয়াস উদ্দিনকে এসব বিষয়ে জিজ্ঞাসা করিলে আসামি উত্তেজিত হয়ে অন্যান্য আসামিদের একত্রিত করে দেশীয় অস্ত্র নিয়ে বাদির বাড়ীতে হামলা চালিয়ে বাদিকে আহত করে। বাদি অজিফার ছেলে ও ভাসুর রতন হামলার কথা শুনে দ্রুত বাড়িতে পৌঁছলে আসামি তাদেরকে এলোপাথারি আক্রমন করে ভিকটিম আবুল হোসেন রতনকে বুকের ডান পাশের স্তনের উপর ও কাঁধের নিচে ঘা মেরে ছিদ্রযুক্ত মারাত্মক রক্তাক্ত জখম করে এবং তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার পাশাপাশি বাদির ছেলে রাদুলকে খুনের উদ্দেশ্যে এলোপাথারিভাবে কোপ দিয়ে পিঠে ও হাতে রক্তাক্ত গুরুত্বর জখম করে। ভিকটিমদেরকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক আবুল হোসেন রতনকে মৃত ঘোষণা করেন।
ওই হামলার ঘটনায় নিহত রতনের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খানম বাদি হয়ে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আসামি পাভেলকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আসামিকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।
তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, নিহত আবুল হাসান রতনের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খাতুন ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি গিয়াস উদ্দিন সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
Leave a Reply