‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার ও বুধবার (১৪-১৫ জানুয়ারি) দুদিন ব্যাপী শুরু হওয়া ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। উদ্বোধন শেষে মেলার স্টল গুলো তিনি ঘুরে দেখেন।
উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠান গুলো হল, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজ্জাকিয়া আলিম মাদরাসা, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাজলা উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়, জাওয়ার উচ্চ বিদ্যালয় ও পুরুড়া উচ্চ বিদ্যালয়। প্রতিদিন মেলা শুরু হয়েছে সকাল ১০টায়, শেষ হয়েছে বিকেল ৪টায়। গতকাল বুধবার বিকেল ৪টায় সার্টিফিকেট ও পুরস্কার প্রদানের মাধ্যমে মেলা শেষ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply