মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দ্বৈত ভোটার ৫ লাখ ৩০ হাজার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১২ বার পড়া হয়েছে
দ্বৈত ভোটার ৫ লাখ ৩০ হাজার

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে প্রায় ৫ লাখ ৩০ হাজার দ্বৈত ভোটার রয়েছে। এসব ভোটারদের নিয়ে করণীয় নির্ধারণে মাঠ পর্যায়ে কমিটি গঠন করে দিয়েছে ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বৈত ভোটারের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৯৯১ জন এবং একই সময়ে ইসির সার্ভারে ম্যাচ ফাউন্ড ভোটারের সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৭৩২ জন।

লিখিত প্রতিবেদনে হুমায়ূন কবীর জানিয়েছেন, দ্বৈত ভোটার হওয়ার প্রবণতার পেছনে রয়েছে ১০টি কারণ:
ক)  অজ্ঞতা
খ) ভোটার হিসাবে নিবন্ধনের পর এনআইডি কার্ড মুদ্রণ ও বিতরণে দীর্ঘসূত্রিতা অর্থাৎ সঠিক সময়ে এনআইডি কার্ড হাতে না পাওয়া
গ) দ্বৈত বোটার হওয়া দণ্ডনীয় অপরাধ—এ বিষয়ে যথেষ্ট প্রচার প্রচারণার অভাব
ঘ) বিবাহজনিত কারণে (মহিলা ভোটারদের পিত্রালয়ে বোটার হওয়া এবং পরবর্তীতে স্বামী/শ্বশুর বাড়িতে পুনরায় ভোটার হওয়া)
ঙ) তালাকপ্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম গোপন করে ভোটার হওয়া
চ) ভাসমান ভোটার
বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করা—
ছ) বিদেশ গমন
জ) সরকারি চাকরিলাভ
ঝ) অন্যের সম্পত্তি দখল
ঞ) অপরাধ সংঘটনের পর তা থেকে মুক্তিলাভ

ম্যাচ ফাউন্ডের ধরন সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের সাথে ম্যাচ ফাউন্ড, এগুলোই সাধারণত দ্বৈত ভোটার। অন্যের সাথে ম্যাচ ফাউন্ড, যা দ্বৈত ভোটার নয়। ক্ষেত্রমতে, অ্যাফিস ম্যাচিংয়ে ধরা না পড়লে অর্থাৎ ম্যাচ ফাউন্ড না হলে দ্বৈত ভোটার হওয়া সত্ত্বেও দুটি এনআইডি ডাটাবেইজে অ্যাকটিভ থাকে।

দ্বৈত ভোটার রোধে ব্যবস্থা
যারা দ্বিতীয়বার ভোটার হয়েছেন এবং এনআইডি নিয়েছেন, সেসব ভোটারের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া অ্যাফিস ম্যাচিংয়ের ব্যবস্থা থাকার পর ও যেসকল কর্মকর্তার গাফিলতির কারণে দ্বৈত ভোটার হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।

এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের গঠিত কমিটি শুনানি করে ব্যবস্থা নিতে ইসিকে সুপারিশ করবে। শুনানিতে কারো উদ্দেশ্য অসৎ বলে প্রমাণিত হলে মামলার সুপারিশ করা হবে। আর সরল বিশ্বাসে একাধিকবার ভোটার হলে প্রথম এনআইডি রেখে  দ্বিতীয়টা কর্তন করা হবে।

দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী ভোটার। হিজড়া ভোটার আছে ৪৫৪ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com