কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয় থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক হোটেল কর্মচারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর বারটার দিকে ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সেচ্ছাসেবকলীগের অফিসকক্ষে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশের একটি টিম প্রাথমিক সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত শফিক ভৈরব বাজার আদুরি হোটেলের কর্মচারি ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের শামসুদ্দিনের ছেলে।
নিহতের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন, একটি ইনহেলার ও এক প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়াও লাশের সাথেই একটি মদের খালি বোতল পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী জানান, উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যলয় থেকে এক হোটেল কর্মচারির যুবকের মরদেহ উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত্য অব্যাহত আছে বলেও জানান তিনি।
Leave a Reply