শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সালমান এফ রহমান ও পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা রংপুরকে প্রথম পরাজয়ের স্বাদ দিল রাজশাহী বিএনপি মহাসচিবের দাবি আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে: উপদেষ্টা নাহিদ এ বছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা হোসেনপুর পৌরসভায় তারুন্যের উৎসব উপলক্ষে কর্মশালা হোসেনপুরে হাসপাতাল মসজিদের ছাদ ঢালাই কার্যক্রম উদ্বোধন নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

রংপুরকে প্রথম পরাজয়ের স্বাদ দিল রাজশাহী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
রংপুরকে প্রথম পরাজয়ের স্বাদ দিল রাজশাহী

দাপুটে পারফরম্যান্সে রংপুরের জয়যাত্রা থামিয়ে দিল রাজশাহী। বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনে রংপুর রাইডার্সকে ২৪ রানে হারাল দুর্বার রাজশাহী।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৭১ রানের লক্ষ্যে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর।

চলতি আসরে টানা আট ম্যাচে ও সব মিলিয়ে ১১ ম্যাচ জয়ের পর অবেশষে পরাজয়ের তেতো স্বাদ পেল রংপুর। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে তারাই অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে। দশ ম্যাচে চার জয়ে চারে উঠে এলো রাজশাহী।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর। এই জয়ের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো রাজশাহী।

এদিনের আগের ৮ ম্যাচেই জিতে আসরে একমাত্র অপরাজিত দল ছিল রংপুর। বোলারদের পারফরম্যান্সে তাদের হারের স্বাদ দেয় রাজশাহী। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে সোহানের দল। দলীয় ১৫ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারায় তারা। এরমধ্যে ইরফান শুক্কুর ও ইফতেখার আহমেদ তো রানের খাতাই খুলতে পারেননি। এ দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন এসএম মেহেরব। তবে খুশদিল শাহর ডিফেন্সে হ্যাটট্রিক হয়নি।

সাইফ হাসানকে কিছুটা সঙ্গ দিয়ে সাব্বির হোসেনের শিকার হন খুশদিল। চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করেন তারা। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি সাইফ। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে বিদায় নেন শফিউল ইসলামের বলে। এরপর বল হাতে আসেন বার্ল। প্রথম ওভারে তুলে নেন শেখ মেহেদী হাসানের উইকেট। সোহান যথারীতি আগ্রাসন চালিয়ে যান। ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে আশা দেখান রংপুরকে। তবে বার্লের বলে ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে হেরফের করে বিদায় নেন তিনি।

এরপর আকিফকেও ফেরান বার্ল। তখন রংপুরের শেষ আশা ছিল সাইফউদ্দিনকে ঘিরে। তাকে খুব বেশি আগাতে দেননি বার্ল। ১৪ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করেন তিনি। এরপর নাহিদ রানাকে ছাঁটাই করেন অধিনায়ক তাসকিন। তাতেই জয় নিশ্চিত হয় তাদের। ২২ রানের খরচায় ৪টি উইকেট নিয়ে সেরা বোলার বার্ল। দুটি করে উইকেট পান তাসকিন ও মেহেরব।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে রাজশাহী। দলীয় ২৪ রানে মোহাম্মদ হারিসকে হারালেও সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের ব্যাটে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৯ বলে আসে ৫২ রান। যেখানে ১৬ বলে ৩৪ রান করে সাব্বির সাব্বিরকে সাইফউদ্দিনের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। শেষ পর্যন্ত ১৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান আসে সাব্বিরের ব্যাট থেকে।

এর ঠিক পরের বলে রায়ান বার্লকেও ফেরান খুশদিল। তবে ইয়াসিরের ব্যাটে হ্যাটট্রিক মিলেনি। বিজয়ের সঙ্গে দারুণ এক জুটি গড়েন ইয়াসির। ৫০ বলে স্কোরবোর্ডে ৭৬ রান যোগ করেন তারা। অবশ্য বিজয় ব্যাট করেছেন মন্থর গতিতেই। জুটিতে তার অবদান ১৮ বলে ১৬। ইয়াসির আক্রমণাত্মক হওয়ার চেষ্টা চালান। খুশদিলের তৃতীয় শিকার হওয়ার আগে ৩২ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬০ রান করেন তিনি।

খুশদিলের বিদায়ের এক বল পরেই রানআউট হন বিজয়। ৩১ বলে করেন ৩৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর কোনো ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। ১৬ ওভারেই তাই ১৫৩ রান তুলে ফেলা দলটি আর যোগ করতে পারে ১৭ রান। ১৮ রানের ব্যবধানে হারায় ৭টি উইকেট। রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন খুশদিল ও আকিফ জাভেদ।

সংক্ষিপ্ত স্কোর

দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৭০/৯ (হারিস ১৯, সাব্বির ৩৯, এনামুল ৩৪, বার্ল ০, ইয়াসির ৬০, আকবর ২, মেহেরব ৪, সানজামুল ২, তাসকিন ৪, শফিউল ২*, মোহর ৩*; রকিবুল ৪-০-৩৮-১, খুশদিল ৪-০-৩১-৩, আকিফ ৪-০-২৩-৩, সাইফ উদ্দিন ২-০-৩২-০, নাহিদ ৩-০-২৭-১, মেহেদি ৩-০-১৮-০)

রংপুর রাইডার্স: ১৯.২ ওভারে ১৪৬ (টেইলর ৪, ইরফান ০, সাইফ হাসান ৪৩, ইফতিখার ০, খুশদিল ১৪, সোহান ৪১, মেহেদি ৮, সাইফ উদ্দিন ২৩, আকিব ১, রকিবুল ২*, নাহিদ ০; তাসকিন ৩.২-০-২০-২, মেহেরব ৩-১-১৯-২, সানজামুল ৩-০-২৮-০, মোহর ২-০-২৩-০, শফিউল ৩-০-১৬-১, সাব্বির ১-০-১৬-১, বার্ল ৪-০-২২-৪)

ফল: দুর্বার রাজশাহী ২৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রায়ান বার্ল

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com