বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৭ বার পড়া হয়েছে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১৭ মে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সকাল ১১টা’য় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

এসময় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পশ্চিম পাকিস্তানে কারাবরণ শেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে ফিরে এসেছিলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাকে অশ্রুসিক্ত নয়নে গ্রহণ করেছিলো। উপাচার্য বলেন- ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যা সংঘটিত হওয়ার কারণে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিলো। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাড়ে ছয় বছর পর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, সেদিনও লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল।

ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন- শেখ হাসিনা দেশে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি দলকে সংগঠিত করে সাম্প্রদায়কতার বিরুদ্ধে আবারও সোচ্চার করলেন, আন্দোলন রচনা করলেন স্বৈরাচারের রিুদ্ধেও এবং মানুষের ভালবাসা অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে আসার পরে নিরলস পরিশ্রম করে তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন। লক্ষ লক্ষ মায়ানমারের রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা তুলে ধরে জননেত্রী শেখ হাসিনাকে মানবতার নেত্রী হিসেবে উল্লেখ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন- শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পরে সমুদ্রসীমা, ছিটমহলসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সুষ্ঠ সমাধান করেছেন।

প্রফেসর ড. মোঃ শাহ্ আজম নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি উক্তি তুলে ধরে বলেন “শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের মূল কারণ”।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম’সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এরপর বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শাহ্ আজম এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১-এর লেকচার থিয়েটারে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন ড. ফখরুল ইসলাম, সভাপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মূল আলোচক হিসেবে আলোচনা করবেন অধ্যাপক ড. মোজাফফর হোসেন, সাবেক উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com