বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শোকের মাসের কবিতা

ডা: সত্যেন্দ্র চন্দ্র সরকার
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪৩২ বার পড়া হয়েছে

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস
ডা: সত্যেন্দ্র চন্দ্র সরকার

ইতিহাসের পাতা গুলি প্রশ্ন করে
আমাকে রেখেছ কেন ইতিহাস করে
স্মৃতির বেদনা লয়ে কাঁদে মম পাতা
কেউতো বুঝেনা ওগো ইতিহাসের ব্যাথ্যা
কভু ত পড়েনা ঝড়ে, শুধু লিখে ভরে
১৫ই আগস্ট ১৯৭৫ সালের কথা ।

আমার বার বার মনে পড়ে
হৃদয় বিদুরিত ইতিহাস, কেমনে করি প্রকাশ
১৫ই আগষ্ট ভোর বেলা শুনতে পাই
আততায়ীর গুলিতে নিহত হয় জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুকে হত্যা করে যে ইতিহাস করেছ সৃষ্টি
সাড়া বিশ্বের ইতিহাসে এমন নেই কোন কৃষ্টি
ইতিহাসে বিরল কলংকিত অধ্যায়
বাংলার মানুষ শুধু করে হায় হায়
দুঃখ বিরহ বেদনায় আর কান্নায়।

হায়রে বিশ্বাস ঘাতক মির্জাফরের দল
তোমাদের চিন্তা চেতনা কোন দিন হবেনা সফল
তোমরা মানুষ নামের কলংক
পশু হতে জঘন্য, কেমন করে সৃষ্টি করলে এমন ইতিহাস।
বাংলার ইতিহাসে কলংকিত বলে হয়েছে প্রকাশ
যার জন্ম না হলে এ দেশে হতোনা স্বাধীন
বাজিত না কখনো স্বাধীনতার জয় বীন।

যিনি এ বাংলার রূপকার, তুলনা নাই যার, বাংলার আকাশে উদিত স্বাধীনতার সূর্য্য
১৫ ই আগষ্ট অস্তমিত যায় বিরহ বেদনা শোক আর কান্নায়
সেদিন আর আসিবেনা ফিরে
বাংলার মানুষের ভীরে
যার উদাত্ত আহ্বানে বাংলার মানুষ
শুনেছিল পেতে কান।
যার ডাকে সারা দিয়েছিল সকল মানুষের প্রাণ
এ দেশে নেতা আছে নেতার নাই কৃতিত্ব।
মানুষ নামের মানুষ আছে
মানুষের নেই মনুষত্ব, মনে হয় বিকেক বুদ্ধি গিয়েছে মরে
নিজ নিজ স্বার্থ উদ্ধারে।

সকল শহীদেদের আত্মা সদগতি করি কামনা
শহীদদের রক্ত যেন কখনো বৃথা যায় না
শহীদদের চিন্তা চেতনা সদা থাকুক জাগ্রত
কোথায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা
বাংলার বুকে যার হয়না তুলনা।

পিতৃ হত্যার করেছে বিচার…………
কিছুটা রয়েছে বাকী
স্বাধীনতা কামী মানুষের
আজো কাঁদে আঁখি।
এ বাংলার বুকে তোমার জন্ম ধন্য তোমার জন্ম শত জনমের পুন্য।
দেশ ও জাতির কাছে তুমি চির বরেণ্য

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com