নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো.ইসহাক ভূইয়া ও সহ-সভাপতি আলহাজ্ব মো. ইকবাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার (৩০মার্চ) অবাঞ্চিত ঘোষণা করেছে দলীয় নেতা-কর্মিগণ। নিকলীর জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সংগঠনটির বর্ধিত সভায় বক্তারা এ ঘোষণা দেন।
সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলামের সঞ্চালনায় সহ-সভাপতি গোলামুর রহমান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিকলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, মরম আলী , যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চেীধুরী, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান লিটন, কৃষি বিষয়ক সম্পাদক ইমান আলী,সদস্য শব্দর আলী, ৭ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকবৃন্দ। বক্তারা জানান, সভাপতি আলহাজ্ব ইসহাক ভূইয়া ও সহ-সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন ২৪ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম রুহুল কুদ্দুস ভ’ইয়া জনির (মোটর সাইকেল) পক্ষে ও দলীয় প্রার্থী কারার সাইফুল ইসলামের (নৌকা) বিপক্ষে জোরালো ভূমিকা রেখেছেন। দলীয় শৃঙখলা ভঙ্গকারিদের সাথে দলের কোন সম্পর্ক থাকতে পারে না। বক্তারা আরো বলেন দু’জনকেই অবাঞ্চিত ঘোষণা করা হলো। শীঘ্রই আওয়ামীলীগ প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে দুইজনের বহিষ্কারাদেশের জন্য কাগজ-পত্র পাঠানো হবে।
সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো.ইসহাক ভ’ইয়া জানান, বর্ধিত সভাটি সম্পর্কে আমি কিছুই জানিনা। কী হয়েছে তাও আমার অজানা।
উল্লেখ্য গত ২৪শে মার্চ অনুষ্ঠিত ৫ম নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে সভাপতি আলহাজ্ব মো. ইসহাক ভূইয়ার ছেলে স্বতন্ত্র প্রার্থী এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি (মোটর সাইকেল) ৪ হাজার ৩৪৭ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ দলীয় প্রার্থী দলটির উপজেলা সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন।
Leave a Reply