হৃদয় আজদ:
কুলিয়ারচরে ১৪টি চোরাই মোটরসাইকেলসহ সাজন ঘোষ, ফজিলত ও রতন নামে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ উপজেলার জামতুলিমোড় থেকে চোরাই সন্দেহে একটি মোটরসাইকেলসহ সাজন ঘোষ নামে এক যুবককে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বিকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, মোহাম্মদ আজিজুল হক, মো: আজাহারুল হক ও নূর কাশেম এর সমন্বয়ে একটি টিম জেলার বাজিতপুর উপজেলার হুমায়ূনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ফজিলত ও রতন নামের অপর দুই চোরচক্রের সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদে আরো ১৩টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
কুলিয়ারচর থানার (ওসি) তদন্ত পারভেজ আহমেদ সেলিম জানান, আটককৃত প্রত্যেকেই পেশাদার মোটরসাইকেল চোর। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply