কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার এলাকার বাসিন্দা মো. নাজমুল (২০) এর দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী চিকিৎসাহীনতায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।
জানা যায়, বাবা হারানো নাজমুল নানা বাড়িতে থেকে দিনমজুরের কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা যোগার করার সামর্থ্য নেই স্বজনদের। বর্তমানে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাজমু্ল।
প্রতিবেশীরা জানান, নাজমুল একজন ভালো মানুষ। অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়লো, যা সত্যিই দুঃখজনক।
স্থানীয় বাসিন্দা ইসমাইল বলেন, বাবা হারা নাজমুল কখনো রাজমিস্ত্রি আবার কখনো রড-মিস্ত্রির কাজ করার পাশাপাশি পড়ালেখা চালিয়ে আসছে। হঠাৎ এমন খবরে আমরা এলাকাবাসী মিলে সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়িয়েছি অন্যরাও এগিয়ে আসলে মেধাবী ছেলেটি বাঁচতে পারবে।’
নাজমুলের নানি অনুফা বেগম বলেন, ‘এতদিন সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে নাজমুলের অসুস্থতা দেখা দেয়। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চোখের সামনে আমার নাতিটা যন্ত্রণা ভোগ করছে। কিছুই করতে পারছি না। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর চাওয়ার মতো জায়গা নেই।’
নাজমুল হাসপাতালের বেডে শুয়ে বেঁচে থাকার আকুতি জানিয়ে বলেন, দিনদিন আমার শরীরের অবস্থা অবনতি হচ্ছে। আমার আত্মীয় স্বজনের কারো সামর্থ্য নেই আমার চিকিৎসা করানোর, যদি সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিরা এগিয়ে আসে তাহলে হয়তো কিছুদিন বাঁচতে পারবো।
নাজমুলকে সাহায্য ও যোগাযোগের জন্য: ০১৭০৩ ০৩ ৬৫ ৯০।
Leave a Reply