কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া। করিমগঞ্জ উপজেলা বনাম কটিয়াদী উপজেলা দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা ও কিশোরগঞ্জ পৌরসভাসহ ১৪টি দল গ্রহণ করছে।
Leave a Reply