কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পুকুরের পানিতে পড়ে এক শিশু মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হিজলিয়া গ্রামের ফারুক মিয়া ছেলে কাওছার (২) ওই শিশু দুপুর সারে বারটায় বাড়ির পাশে খেলাধূলা করছিল। এসময় লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বেলা সোয়া একটার দিকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয় বলে তিনি জানান।