কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সিএনজি চালিত অটোরিকসা ও কুকুরের সাথে ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে পৌরসদরের বরাটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামের বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনের ছেলে হাসিবুল হাসান শোভন (১৯) ও পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ মানিকের ছেলে আনসার উদ্দিন আহমেদ লাম (১৯)। শোভন পাকুন্দিয়া সরকারি কলেজ ও লাম ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়। তারা দুজনেই স্কুল জীবন থেকেই একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিল।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শোভন ও লাম দুই বন্ধু মোটরসাইকেলে পাকুন্দিয়া থেকে মির্জাপুরের উদ্দেশ্যে ঘুরতে বের হয়। কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের বরাটিয়া এলাকায় পৌছলে পথিমধ্যে হঠাৎ দ্রæত গতিতে একটি কুকুর মোটরসাইকেলের সামনে এসে পড়ে।
এ সময় মোটরসাইকেলটি কুকুর এবং বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে শোভন ও লাম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শোভনকে মৃত ঘোষণা করেন। লামকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।