কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার কার্যক্রম আজ সোমবার সকাল ১০টা থেকে সিমিত পরিসরে চালু করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে যাবতীয় সব ধরনের ব্যাংক, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং,বিকাশ,নগদ ও উপায়সহ অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলো-কে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থাকতে লিখিত বার্তা পাঠিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। পুলিশি তদন্তে জেনেরটরের ধোয়ার বিষক্রিয়া থেকে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে মোশল-ধারায় বৃষ্টি চলাকালে ব্যাংকের ভেতর একসাথে ৬কর্মকর্তা ও কর্মচারি অচেতন হয়ে অসুস্থ হয়ে পড়লে ব্যাংকিং কার্যক্রম স্থগিত করা হয়। ৬কর্মকর্তা-কর্মচারি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমন দুর্যোগময় পরিস্থিতিতে ঈদুল আজহা উপলক্ষ্যে গ্রাহকের ভোগান্তি এড়াতে বাজিতপুর শাখা থেকে তিনজন কর্মকর্তাকে সাময়িক সময়ের জন্য কুলিয়ারচরের উপ-শাখায় নিয়োগ করা হয়। ভৈরব-কুলিয়ারচর সার্কেল অফিসার মো. নাজমুস সাকিব এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, কুলিয়ারচর সদর থানা রোড এলাকায় হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার অবস্থান। গতকাল রবিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মত ব্যাংকের কার্যক্রম শুরু হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে ব্যাংকের জেনেরেটররের ক্যামিকেল বিষক্রিয়ার দুর্গন্ধে উপ-শাখার ম্যানেজারসহ সব কর্মকর্তা ও কর্মচারি একে একে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। ব্যাংকটির উপ-শাখার ভেতরে তাদের কর্মস্থলে এ ঘটনা ঘটে। তবে এঘটনায় ব্যাংটির লকার থেকে কোনো টাকা-পয়সা খোয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা পরিদর্শনে আসেন। ওই পরিস্থিতিতে ব্যাংকের সকল কার্যক্রম স্থগিত করা হয় সেখানে কৃষি ব্যাংকের একটি শাখাও রয়েছে।
সুত্রমতে, জেলার বাজিতপুর উপজেলার আইএফআইসি ব্যাংকের শাখার অধীনে তিন বছর আগ থেকে সেখানে উপ-শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেখানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয়জন। দুপুরে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান প্রধান ফটকের সামনে একজন অচেতন হয়ে পড়ে আছেন। ভেতরে অন্যান্য কর্মকর্তারাও যার যার অবস্থানে অচেতন হয়ে পড়ে ছিলেন। তারা সবাই বমি করছিলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এনে পুলিশি খবর দিলে পুলিশ এসে দেখতে পান ক্যাশ কাউন্টারের সামনের কাচ ভাঙা। ছয়জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থরা হলেন, ব্যবস্থাপক সৌমিক জাহান খান, সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা রহমান, নিরাপত্তাকর্মী কামাল হোসেনসহ আরো একজন।কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা দুপুর ২টায় এ প্রতিবেদক-কে জানান, আকস্মিক ঘটনার জের ধরে জরুরি সভা ডেকে নিরাপত্তার স্বার্থে যাবতীয় সব ধরনের ব্যাংক, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং,বিকাশ,নগদ ও উপায়সহ অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলো-কে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও লিখিত সতর্ক বার্তা জারির পাশাপাশি ঈদুল আজহাকে ঘীরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে উপজেলা প্রশাসনের নজরধারি অব্যাহত আছে।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব জানান, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত ব্যাংকের কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতির আলামত পাওয়া যায়নি। পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) এর তদন্তে আবদ্ধ রুমে জেনেরেটর চলাকালীন ধোয়ায় বিসাক্ত রাসায়নিক প্রতিক্রিয়ায় এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হয়েছি। এছাড়াও বর্তমানে উপ-শাখাটির সবধরনের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।