রবিবার, ২২ জুন ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে ১.৪ লাখ টাকার গরু পথেই মারা গেল!

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
ভৈরবে ১.৪ লাখ টাকার গরু পথেই মারা গেল!

কিশোরগঞ্জের ভৈরবে শিমুল কান্দি কুরবানির গরুর হাট থেকে আজ মঙ্গলবার বিকেলে ১ লক্ষ ৪০হাজার টাকা দিয়ে একটি ষাড় গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন ক্রেতা। তবে সন্ধ্যা ৭টায়, কুরবানির উদ্দেশ্যে কেনা শখের গরুটি নিয়ে বাড়ি পৌছানোর আগেই আচমকা স্ট্রোক করে পথেই মারা যায় গরুটি।

এতে চরম হতাশায় অসাধু ও অর্থলোভী বিক্রেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ক্রেতাসহ স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, অতিরিক্ত মুনাফা লাভের আশায় অসাধু গরু বেপারীরা ক্ষতিকারক ইনজেকশন ব্যবহারের মাধ্যমে কুরবানীর গরু মোটাতাজা করায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।

জানা যায়, আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের বাসিন্দা ক্রেতা আনোয়ার মিয়া জানান, আমরা চারভাই যথাক্রমে- আক্তার মিয়া, নূরুল আলম ও কবীর মিলে জনপ্রতি ৩৫হাজার টাকা শেয়ারে ১লক্ষ ৪০হাজার টাকায় গরুটি কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় হরেশপুর এলাকায় পৌছলে হঠাৎ গরুটি শুয়ে পড়ে এবং কিছু বুঝে উঠার আগেই জিহ্বা বের করে সাথে সাথেই গরুটি মারা যায়। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।

এবিষয়ে শিমুলকান্দি গরুর হাটের সহকারি ইজারাধার মো. কাউসার মিয়া জানান, মধ্যেরচরের বিক্রেতা রাশিদ বাউলের কাছ থেকে জগমোহনপুরের ক্রেতা আনোয়ার হোসেন ১লক্ষ ৪০হাজার টাকার বিনিময়ে গরুটি কিনে নিয়ে যায়। পরবর্তীতে গরুটি স্ট্রোক করে পথে মারা গেছে বলে জানতে পেরেছি।

এবিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফিকুল ইসলাম হারিছ জানান, এই হাটটি একটি ঐতিহাসিক হাট। এবছরও এই হাটে গরু, ছাগল ও মহিষের বিশাল হাট বসেছে। তবে হাট থেকে কিনে নিয়ে যাওয়া কুরবানির গরুটি পথে স্ট্রোক করে মারা যাওয়ার ঘটনাটি আমাদেরকে বিব্রত করেছে। স্থানীয় প্রশাসনের সুষ্ঠ নজরধারি থাকলে এসব ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশা করছি।

এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আজহারুল আলম ঘটনাটিকে অস্বাভাবিক কিছু নয় বলে দাবি করেন। তিনি জানান, কুরবানির ঈদকে ঘিরে গরুর হাটে এমন ঘটনা প্রায় ঘটে। এছাড়াও একটি গরু যদি এক জায়গা থেকে নতুন কোনো জায়গায় যায়, তখন পশুটি আতংকিত অবস্থায় থাকে। এক্ষেত্রে স্ট্রোক করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে কুরবানির পশুকে অল্প সময়ে বেশি মোটাতাজা করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন খামারে ক্ষতিকারক ইনজেকশন বা কার্বোহাইড্রেট সিরাপ ব্যবহার করা হয়ে থাকে যা আইনত দন্ডনীয় অপরাধ। এছাড়াও তিনি আরো জানান, মারা যাওয়া গরুটির ক্রেতা যদি বিক্রেতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয় তবে অবশ্যই আমরা তা খতিয়ে দেখবো।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com