গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ জুন) ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র শুধু অধিকার নয়, দায়িত্বও বুঝতে হবে।”
তিনি বলেন, “শিক্ষার মান উদ্বেগজনকভাবে কমে গেছে। জাতিকে পুনর্গঠনে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলেও সতর্ক করেন ফখরুল। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।