কক্সবাজার সমুদ্রসৈকতের সায়মন বিচ পয়েন্টে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন বাবা শাহীনুর রহমান (৬০) ও ছেলে সিফাত (২০)। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
জানা গেছে, তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন।
লাইফগার্ড সূত্র জানায়, সৈকতের লাইফগার্ডের আওতার বাইরে গিয়ে গোসলে নামেন তারা। ভেসে যেতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্ত বমির পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিসিএফ লাইফগার্ডের কর্মীরা জানান, সম্প্রতি সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন পয়েন্টে গর্ত ও উল্টো স্রোতের প্রবল টান রয়েছে। সতর্কতা হিসেবে পতাকা টাঙানো হলেও তা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।
মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত দুই দিনে সৈকতে আরও দুইজনের মৃত্যু হয়েছে—একজন গোসলে নেমে এবং আরেকজন মাছ ধরতে গিয়ে। এতে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।