কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের এক কাপড় ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার সদর বাজারের গোরস্তান রোডস্থ আবু বক্কার ভূঞা মার্কেটে অবস্থিত “আত-তাক্বওয়া বস্ত্রালয়” নামের দোকানটিতে এ চুরি সংঘটিত হয়।
এ ঘটনায় দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম শনিবার (১ নভেম্বর) তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো তিনি শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার সকালে দোকানে এসে দেখেন তালা ভাঙা এবং দোকানের ভেতরে কাপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে তিনি দেখতে পান দোকানে রক্ষিত আনুমানিক ৫ লাখ টাকার থান কাপড় ও ক্যাশ বাক্সে থাকা ৫ হাজার ৫৫০ টাকা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি বাজারের বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন মহাজন ও মার্কেট মালিক মাওলানা জাহাঙ্গীর ভূঞাকে জানালে তারা বিষয়টি পুলিশে জানানোর পরামর্শ দেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে চুরি,মাদক ও ছিনতাই প্রতিরোধে বিগত ১মাসে ধরে তাড়াইল থানা পুলিশের উপস্থিতিতে তাড়াইল বাজার বণিক সমিতি থেকে বিভিন্ন স্থানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ৫/৬ টি সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবুও থামছে না চুরির ঘটনা।