বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ZTE Axon 30 Ultra Aerospace Edition: বিশ্বের প্রথম ২০ জিবির বেশী র‍্যামের ফোন এক্সন ৩০ আলট্রা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫৬৯ বার পড়া হয়েছে
ZTE Axon 30 Ultra Aerospace Edition: বিশ্বের প্রথম ২০ জিবির বেশী র‍্যামের ফোন এক্সন ৩০ আলট্রা

স্মার্টফোনের প্রযুক্তি জগতে মেমরি বা র‍্যাম সম্প্রসারণ( Memory Expansion Technology) এখন সবার নজরে। এক কথায় বললে, এটাকে এক্সটেন্ডেড র‌্যাম (Extended Ram) বা ভার্চুয়াল র‌্যাম (Virtual Ram) বলা হয়ে থাকে। সম্প্রতি পারফরম্যান্স আরও বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড তাদের সাম্প্রতিক মেমরি সম্প্রসারণ প্রযুক্তির নিজস্ব ভার্সন নিয়ে হাজির হচ্ছে। স্মার্টফোনে ১ জিবি থেকে ৭ জিবি পর্যন্ত স্টোরেজ এখন ভার্চুয়াল র‌্যাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে মেমরি সম্প্রসারণ প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে জেডটিই (ZTE)।

২০২০ সালের প্রথম দিকে ১৬জিবি র‍্যামসহ প্রথম স্মার্টফোন এসেছিল, তার এক বছর পর ১৮জিবি র‍্যামের ফোন আসল। আমরা কি ২০২১ শেষ হওয়ার আগেই ২০জিবি র‍্যামের প্রথম ফোন দেখতে পাব? হতে পারে!

২০ জিবির বেশী র‍্যামের ফোন জেডটিই এক্সন ৩০ আলট্রা অ্যারোস্পেস সংস্করণ

জেডটিই এক্সন ৩০ আলট্রা অ্যারোস্পেস সংস্করণ ফোনটিতে বিল্ট ইন ১৮জিবি র‍্যাম থাকবে, এই কৃতিত্ব ইতিমধ্যেই ZTE-এর গেমিং বিভাগ Red Magic 6 Pro-এর মাধ্যমে অর্জিত হয়েছে। যাইহোক, অ্যারোস্পেস সংস্করণে ভার্চুয়াল র‍্যামও থাকবে, যার মাধ্যমে এটি 20GB থেকেও বেশী র‍্যাম অফার করবে – এমনকি এর কিছু অংশ UFS 3.1 স্টোরেজ হিসাবে থাকবে। আর যদি এটা হয় তাহলে বিশ্বের প্রথম ২০ জিবির বেশী র‍্যামের ফোন হবে জেডটিই এক্সন ৩০ আলট্রা অ্যারোস্পেস সংস্করণ।

যদি ভার্চুয়াল র‍্যামের এই প্রযুক্তি সবাইকে মুগ্ধ করে, তাহলে 12GB র‍্যামের Axon 30 5G ফোনও 8GB ভার্চুয়াল র‍্যাম যুক্ত করে 20GB করতে সক্ষম হবে।

যাইহোক, ZTE Axon 30 Ultra Aerospace Edition (18GB/1TB) চীনে ২৫শে নভেম্বর থেকে পাওয়া যাবে। যদিও এখনও দাম ঘোষণা করা হয়নি, তবে জেডটিই এক্সন ৩০ আলট্রা ফোনের দাম ভ্যানিলা অ্যাক্সন 30 আল্ট্রার চেয়ে বেশি হওয়া কথা, চায়নাতে যার মূল্য CNY6,666 ($1,050/€925/₹77,600)। সেক্ষেত্রে ZTE Axon 30 Ultra Aerospace Edition এর দাম $১২০০ এর কাছাকাছি হতে পারে, বাংলাদেশে যার মূল্য এক লক্ষ টাকার উপরে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com