নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের জননী কিন্ডারগার্টেনে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে স্কুলের সকল শিক্ষার্থী ও অবিভাবকরা বিদ্যালয়ে জমায়েত হন ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. বাছির উদ্দিন, পরিচালক মো. আল-আমীন, ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল কালাম সওদাগর, আব্দুস সাত্তার, মো. হারুন অর রশীদ, মো. রমজান মিয়া, মো. জুয়েল আহম্মেদ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী সহ স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষার্থীদের ভালো ফলাফলের উদ্দেশ্যে কোরআন খতম ও দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply