ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে মোহম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেষ হলো অটিস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেণ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এম.পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: আখতার হোসেন। দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় আটটি বিভাগীয় দলের ১৩৫ জন বালক এবং বালিকা অংশ নেয়। যেখানে ফুটবল, ক্রিকেট, দৌড়, বিস্কুট দৌড়, বচি, সফ্ট বল নিক্ষেপ, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়।
বিজয়ী খেলোয়াড়দের আর্থিক পুরষ্কার ছাড়াও অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়দের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক এ.কে.এম মাসুদুর রহমান।
Leave a Reply