হৃদয় আজাদ, ভৈরব
আসন্ন একদাশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের পুত্র ও বর্তমান সাংসদ আলহাজ্ব নাজমুল হাসাল পাপন। আজ বুধবার বেলা সাড়ে বারোটায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে নাজমুল হাসান পাপনের সহধর্মিনী রোকসানা হাসান, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে কুলিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তার হাতেও পাপনের মনোনয়নপত্র জমা দেবার কথা রয়েছে।
এর আগে সকাল ১০টায় ভৈরব উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আইভি ভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে নৌকার বিজয় ছিনিয়ে আনতে সকলের সহযোগিতা ও দোয়া চেয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান করেন পাপন।
ভৈরব-কুলিয়ারচর এই দুই উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন। এ আসনে পাপনের বিপক্ষে লড়বেন বিএনপি মনোনিত প্রার্থী কেন্দ্রিয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। গতকাল মঙ্গলবার বিকেলে কুলিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাউসার আজিজের কাছে শরীফুল আলমের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন কুলিয়ারচর উপজেলা বিএনপি। এছাড়াও আজ বিকেল ৩টায় ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।
Leave a Reply