কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ যাতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে এ উনয়নকে বাধাগ্রস্থ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। হাওরের সৌন্দর্য যাতে কোনভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার কথা বলেন রাষ্ট্রপতি ।
কেউ যাতে যত্রতত্র বাড়ি বানাতে না পারে সে বিষয়ে সজাগ থাকার উপর জোর দেন রাষ্ট্রপতি। হাওরের উন্নয়ন অগ্রযাত্রা’কে ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিঁনি।
স্থানীয় সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এবং রেজওয়ান আহমেদ তৌফিক ও রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন উনয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
Leave a Reply