ডেস্ক রিপোর্ট
আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ঝগড়া লাগায় হোয়াইট হাউজ ছাড়তে হলো ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিরা রিচারডেলের।
স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এ সংবাদ সংস্থা জানিয়েছে, মিরা রিচারডেল হোয়াইট হাউজ ছেড়েছেন। তবে প্রেসিডেন্টের প্রতি তার সহায়তা অব্যাহত থাকবে। প্রশাসনে নতুন একটি ভূমিকায় তাকে দেখা যাবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের পশ্চিম শাখায় পরিবর্তন আনার কথা ভাবছেন- যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে এমন খবর প্রকাশিত হওয়ার মধ্যেই মিরা রিচারডেলের অপসারণের বিষয়টি সামনে এলো।
এদিকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কির্স্টজেন নিয়েলসেন’কেও অপসারণ করা হতে পারে বলে বিভিন্ন খবরে বলা হয়।
গত সপ্তাহে মেলানিয়া বলেছিলেন, হোয়াইট হাউজের কাজ করার যোগ্যতা নেই মিরা রিচারডেলের।
Leave a Reply