মাটি ও মানুষের পত্রিকা দৈনিক বাংলাদেশ কণ্ঠ পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ভালোবাসা ও সমর্থনে সাফল্যের ১৭ বছর অতিক্রম করে ১৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে. নাসিম খান।
পত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. শফিক কবীরের স্বাগত বক্তব্য ও সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা জাসাসের আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন রিপন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, প্রেসক্লাবের সাংবাদিক সদস্য শামসুল আলম সেলিম, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, কাউছার আহমেদ টিটু, শহীদুল ইসলাম পলাশ, মোস্তফা শাওন, আসাদুজ্জামান লিপন, খায়রুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ কণ্ঠ পাঠকের আস্থা অর্জন করেছে। তারা পত্রিকাটির ধারাবাহিক অগ্রগতি, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন।