শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অতীতের চেয়ে ভালো অবস্থায় মহাসড়ক: ওবায়দুল কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৪৩০ বার পড়া হয়েছে

পূর্বের যেকোনো সময়ের তুলনায় সড়ক ও মহাসড়কের অবস্থা এখন ভালো। বাংলাদেশের ইতিহাসে এতো ভালো রাস্তা কখনও ছিল না। বললেন সড়ক  পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর গাবতলী এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট চলাকালে সেখানে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এ বছর ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে। চালকরা যদি সড়কে নিয়ম মেনে গাড়ি চালায় এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করে তাহলে যানজট ও দুর্ঘটনা ঘটবে না। বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা চালকদের সাথে কথা বলুন, তাদের পরামর্শ দিন যাতে সড়কের শৃঙ্খলা মেনে গাড়ি চালায়। অতি উৎসাহ নিয়ে কোনো যানকে অতিক্রম (ওভারটেকিং) না করে।  তিনি আরও বলেন, সড়ক-মহাসড়ক ও টার্মিনালগুলোতে চাঁদাবাজি-অনিয়ম রোধে র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের মূল্য ৮০০ টাকার স্থলে ১৫০০ টাকা করে নেয়া হচ্ছে এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেয়া যাবে না। ‘বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজ চলছে। তবে,এই মুহূর্ত যানজট সৃষ্টি করবে তাই সে কাজও বন্ধ করে দেয়া হয়েছে’ জানান মন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com