শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে কৃষক হত্যা: ভাই-বোনসহ একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কৃষক হত্যা: ভাই-বোনসহ একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে কৃষক রিটন হত্যা মামলায় পাঁচ ভাই-বোনসহ একই পরিবারের ছয়জন ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন।  

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে নজরুল (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪) ও মেয়ে চম্পা আক্তার (৪২), নজরুলের স্ত্রী রহিমা খাতুন (৩২) ও একই উপজেলার ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ (৫৭)।

আসামি নজরুল বাদে বাকি ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, বাড়ির সীমানা সংক্রান্ত পারিবারিক পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালে ২৩ নভেম্বর বেলা ১১টায় রিটন মিয়াকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় আসামিরা। পরে, এলাকাবাসী রিটন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই নিহত রিটন মিয়ার স্ত্রী মোছাম্মৎ ছালমা আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ১৯ অক্টোবর পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক সারোয়ার জাহান ৭ জনকেই আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ বাংলানিউজকে মামলার এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com