রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চট্টগ্রামের বাঁশখালীতে এবার টমেটোর বাম্পার ফলন

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৩৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। তবে টমেটোর দাম এখনও বেশি বলে অভিযোগ ক্রেতাদের।

প্রতিদিন সকালে উপজেলার শীলকুপ টাইম বাজার, গন্ডামারা ও চাম্বল বাজারে বিশেষ টমেটোর বাজার বসে । বিভিন্ন স্থান থেকে টমেটো ক্রেতারা এখানে এসে ভিড় জমান। বিশেষ করে টাইম বাজারে এ দৃশ্য বেশি দেখা যায় ।

বাঁশখালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার বাঁশখালীর সরল, গন্ডামারা, বৈলছড়ি, চাম্বল, পুইছড়ি ও শীলকুপে ২০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে । বর্তমানে বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাওয়ার পাশাপাশি দাম কমতে শুরু করেছে।

শুরুতে টমেটো ১০০-১২০ টাকা দামে বেচাকেনা হলেও বর্তমানে তা অনেকটা কমে এসে ৭০-৮০ টাকা দামে বিক্রি হচ্ছে । তবে এ দাম অল্প কিছুদিনের মধ্যে আরো কমে আসতে পারে বলে ব্যবসায়ীরা জানান । প্রতি বছর বাশঁখালীর সাগর উপকুলে প্রচুর পরিমাণ টমেটো চাষ হয়ে থাকে । সাধারণ চাষীরা উর্বর ও উচুঁ শ্রেণির কিছু জমি ধান চাষ না করে আগাম টমেটো চাষ শুরু করে। তাতে উৎপাদিত টমেটো আগাম বাজারে বিক্রি করে আশানুরুপ দামে বিক্রি করতে পারে ।

এবারও তার ব্যতিক্রম হয়নি গন্ডামারা, সরল ও বাহারছড়া সাগর উপকুলে উৎপাদিত টমেটো বর্তমানে বাজারে তোলার পাশাপাশি বিভিন্ন স্থানে চড়া দামে টমেটো বিক্রি হচ্ছে।

টমেটো উৎপাদনকারী আবুল কালাম বলেন, আগে বাগে ধান চাষ না করে টমেটো চাষ করে সামান্য পরিমাণ যে দাম পেয়েছি অল্প কিছুদিন পর তা আবার কমে যাবে । আবার আমাদের থেকে কম দামে নিয়ে খুচরা বিক্রেতারা বেশি দামে বিক্রি করে ।

বাঁশখালীতে এবার প্রায় দেড় হাজার হেক্টর জমিতে এবার শীত কালীন সবজি চাষ হচ্ছে। তার মধ্যে ২০ হেক্টর জমিতে বাঁধা কপি, ২০০ হেক্টর জমিতে বেগুন,যা শীলকুপ,সাধনপুর,সরল,বৈলছড়ি,চাম্বল.পুঁইছড়িতে বেশি উৎপাদন হয়। ২০ হেক্টর জমিতে ফুলকপি, ১১৫ হেক্টর জমিতে মূলা, ৫০ হেক্টর জমিতে মূলা শাক, ৫০ হেক্টর জমিতে লাল শাক, ১৫০ হেক্টর জমিতে বরবটি, ২৫০ হেক্টর জমিতে দেশী শিম, ১২০ হেক্টর জমিতে লাউ, ৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া শীতকালীন সবজি উৎপাদন হচ্ছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ।

শীত আসার সাথে সাথে বর্তমানে বাঁশখালীর প্রতিটি হাট বাজারে শীতের সবজি প্রচুর পরিমাণ পাওয়া গেলেও দাম নিয়ে রয়েছে নানা ভোগান্তি একেক বাজারে একেক সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তার ফলে ক্রেতারা নানাভাবে ভোগান্তিতে পড়েছে। ফলে ত্রেতারা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করার আহবান জানাচ্ছেন।

সবজির দাম নিয়ে ক্রেতা সনজয় হালদার বলেন, প্রতিটি সবজির দাম যেন আকাশ ছোঁয়া। ৮০-১০০ টাকার কমে কোনও সবজি পাওয়া যায় না। এতো সবজি উৎপাদন হওয়ার পরও দাম এতো বেশি, তা মেনে নেওয়া যায় না ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com