রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩ বার পড়া হয়েছে
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির আগামী কাল বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ, উৎকণ্ঠা বাড়ছে। নির্বাচন প্রশ্নে সরকারি দল সংবিধানের বাইরে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। বিপরীতে বিএনপিও নির্দলীয় সরকারের দাবি আদায়ে আটঘাঁট বেঁধে মাঠে নেমেছে। ইতোমধ্যে সরকার পতনের এক দফা কর্মসূচি শুরু করে দিয়েছে দলটি, যাতে নেতাকর্মীদের অংশগ্রহণও বাড়ছে।

এক দফা দাবিতে আগামীকাল ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলোও সেদিন পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। অনড় অবস্থান থেকে প্রধান দুই দল সরে না এলে সহিংতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

যদিও দুই দলের শীর্ষ নেতাদের ভাষ্য, তারা কেউ সংঘাত চায় না। দুই দলই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার কথা বলছে। একইদিন রাজধানীতে সমাবেশ ডেকেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। ওইদিন দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ হবে।

রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি বিষয়ে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ছাড় দেয়ার মানসিকতা নিয়ে দুই দলকে আলোচনার টেবিলে বসার পরামর্শ তাদের।

অবশ্য সংলাপ নিয়ে অতীত ইতিহাস সুখকর না হওয়া, দুই দলের নেতাদের কঠোর মনোভাবের কারণে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হবে কি না, তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের মনে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমান অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি হবে এটা সহজেই অনুমান করা যায়। কারণ সেদিকেই যাচ্ছে রাজনীতির গতিপথ। দেশের মানুষের কথা চিন্তা করে বড় দুই দল অনড় অবস্থান থেকে সরে এসে ভালো নির্বাচনের উপায় বের করতে পারলে পরিত্রাণ পাওয়া সম্ভব।’

তিনি বলেন, এমন এক সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে যখন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী দল বাংলাদেশে লম্বা সফর করে গেছেন। বর্তমানে দেশে অবস্থান করছেন ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রভাবশালী দেশগুলো প্রতিনিয়ত বাংলাদেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন।

বেশ কিছুদিন ধরেই রাজনীতির মাঠ উত্তপ্ত। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে অনেকদিন ধরেই কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দেয়া হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে।

পাল্টা কর্মসূচি থেকে সরে আসতে সুশীল সমাজ ও কূটনীতিকদের পক্ষ থেকে দুই দলের প্রতি আহ্বান জানানো হলেও কেউ তা আমলে নিচ্ছে না। নির্বাচন পর্যন্ত এটি অব্যাহত থাকবে এমন আভাস পাওয়া যাচ্ছে।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ১২ জুলাই ‘এক দফা’ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। সেটির প্রথম কর্মসূচি ছিল ১৮ ও ১৯ জুলাই। এই দুই দিন দেশের সব মহানগর ও জেলা সদরে পদযাত্রা করে বিএনপি ও সমমনা জোটের দলগুলো।

দ্বাদশ সংসদ নির্বাচনের ছয় মাসেরও কম সময় বাকি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে রাজনীতিতে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচন প্রশ্নে সরকারি দল সংবিধানের বাইরে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। বিপরীতে বিএনপিও নির্দলীয় সরকারের দাবি আদায়ে আটঘাঁট বেঁধে মাঠে নেমেছে। ইতোমধ্যে সরকার পতনের এক দফা কর্মসূচি শুরু করে দিয়েছে দলটি, যাতে নেতাকর্মীদের অংশগ্রহণও বাড়ছে। পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা করছে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘আগামী দিনে খুব কাছাকাছি সময় নির্বাচন। যে কারণে আমাদের দলের সার্বিক কর্মকাণ্ড বেশি হবে, দেশজুড়ে সিরিজ প্রোগ্রাম থাকবে এটাই স্বাভাবিক। তবে ঢাকায় আমরা আমাদের মতো নির্ধারিত জায়গায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি করব। বিএনপি অনুমতি পেলে তারাও করবে। সেখানে সংঘাতের কারণ দেখি না।’

অভিযোগ করে আফজাল হোসেন বলেন, ‘বিএনপি বেশ কিছুদিন ধরে মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে সংঘাত করে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কিন্তু আমরা সর্বোচ্চ সহনশীল আচরণ করছি এবং করব। আমাদের সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলেছেন সবাইকে ধৈর্যধারণ করার জন্য।’

গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রা আর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটে। কোনোটা ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি। কোনোটা ছিল ত্রিমুখী। সেসব জায়গায় দুই দল এবং পুলিশ সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বলেন, ‘আমরা সজাগ ও ঐক্যবদ্ধ থাকব। চোখকান খোলা রাখব, যাতে বিএনপি ভিন্ন পরিস্থিতির তৈরি করতে না পারে। সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে না পারে সেজন্য আওয়ামী লীগ তাদের দায়িত্ব পালন করবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একইদিনে দুই দলের কর্মসূচির বিষয়ে বলেছেন, ‘সংঘাতের উসকানি আমরা কখনো দেব না। আমরা পাওয়ারে আছি। শুধু শুধু দেশে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই, বরং ক্ষতি। আমরা অশান্তি চাই না। কেউ যদি করে, জনগণের জানমাল রক্ষায়, শান্তির জন্য প্রটেকশন দেব। জনগণের স্বার্থে আমরা প্রটেকশন দেব।’

আওয়ামী লীগের মতো বিএনপিও বলছে তারা সংঘাত চান না। উল্টো কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলকে কর্মসূচির তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এক দফা দাবিতে ডাকা মহাসমাবেশের দিন রাজধানীতে যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। তবে কোনো ধরনের সংঘাত হলে এর দায় সরকারকে নিতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। সরকারি দল ইচ্ছাকৃত সমস্যা তৈরির চেষ্টা করছে। তবে নেতাকর্মীরা সেই ফাঁদে পা দেবে না। আমরা অতীতের মতো শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করব।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com