শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাতের মুঠোয় কিশোরগঞ্জ, এখন স্মার্ট কিশোরগঞ্জ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬ বার পড়া হয়েছে
হাতের মুঠোয় কিশোরগঞ্জ, এখন স্মার্ট কিশোরগঞ্জ

২০৪১ সালের মধ্যে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে “‘হাতের মুঠোয় কিশোরগঞ্জ” এখন স্মার্ট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এবং আইপ্লাস ডাটা’র কারিগরি সহযোগীতায় বাস্তবায়িত হচ্ছে হাতের মুঠোয় কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই উদ্যোগটি বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অতি প্রয়োজনীয় অন্যান্য পেশাজীবী বা সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান যেমন: ইলেকট্রিশিয়ান, গৃহকর্মী, বিউনিশিয়ান, নাপিত, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, রাজ মিস্ত্রি, কসাই, ক্লিনার, মুচি, ডে-লেবার, ব্লাড ডোনার, ড্রাইভার, রিক্সা-অটো চালক, বিভিন্ন গাড়ি ভাড়া, বাড়ি-অফিস-দোকান-গোডাউন ভাড়া, ডাক্তারী সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, আইনজীবীগণের সাথে সাধারণ নাগরিকগণ ঘরে বসে মোবাইলে তাৎক্ষণিকভাবে সংযুক্ত হয়ে তার কাঙ্খিত সেবাটি সহজেই পেয়ে যাবে। এছাড়াও প্রকৃত ও প্রান্তিক উৎপাদনকারী, বাজারজাতকারী, সেবাদানকারীগণ তাদের পণ্য এবং সেবাসমূহ বিক্রয়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি ই-কর্মাস ওয়েবসাইটের মালিকানা পাবে।

হাতের মুঠোয় কিশোরগঞ্জ, এখন স্মার্ট কিশোরগঞ্জ

এই উদ্যোগটি ৪জন কর্মকর্তা বাস্তবায়ন করছেন। বাস্তবায়নকারী কর্মকর্তাগণ হচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ আশরাফুল খালেক আলমগীর, নিকলি উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এফ, এম, নূর-উজ-জামান এবং কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূর মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার। 

২০২০ সালে কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মতো ডিজিটাল পশুর হাট আয়োজন করা হয়। করোনাকালীন সময়ে উক্ত পশুর হাটের ব্যাপক সাড়া পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর ২০২২ সাল হতে হাতের মুঠোয় কিশোরগঞ্জ এর কার্যক্রম শুরু হয়। উক্ত কার্যক্রমটি বাস্তবায়িত হলে অর্থ ও সময় সাশ্রয় হবে। উক্ত উদ্যোগটির ওয়েব লিংক হচ্ছে www.amader-kishoreganj.com।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, এ উদ্যোগটি বাস্তবায়িত হলে এ জেলার সাধারণ নাগরিকের অর্থ এবং সময় সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে। এতে করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস পাবে এবং সেবাগ্রহণকারী একই প্লাটফর্মের মাধ্যমে কম সময়ে এবং কম খরচে কাঙ্খিত সেবাটি পেয়ে যাবে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com