কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, জেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের উবাই পার্ক মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ড. এস. এম. ফরিদ। তিনি তারা বাইম মাছের কৃত্রিম প্রজননের অত্র উপমহাদেশের প্রথম সফল গবেষক ও আবিষ্কারক হিসেবে পরিচিত।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আল-আমীন।
আয়োজকরা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রায় সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৬৪ জন শিক্ষার্থী পাঁচটি গ্রেডে বৃত্তি অর্জন করে। তাঁদের সংবর্ধনা জানাতেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিযোগিতা বাড়ছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।