বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ সদরের রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন তিনি।
মর্জিনা আক্তার পুষ্প ২০১৩ সালের ডিসেম্বরে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকেই নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প বলেন, “জেলার পর এবার বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মান। এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। আমি যেন ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে পারি, এজন্য সকলের দোয়া প্রার্থনা করছি। আমার এই অর্জন আমি আমার সব শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা ও কিশোরগঞ্জবাসীর প্রতি উৎসর্গ করছি।”
শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাথমিক শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একই সঙ্গে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সদস্য হিসেবে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা রেখে সমাজকর্মী হিসেবেও পরিচিতি লাভ করেছেন।