কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে শালীশ দরবার অনুষ্ঠিত হওয়ার পর দরবারিদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার শাহেদল এতিমখানা সংলগ্ন শহীদের দোকানের সামনে অটোরিকশা মালিক বকুল মিয়ার ব্যাটারি চুরি নিয়ে শালীশ দরবার বসে। সেখানে দরবারি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আলমগীর, ইসলাম উদ্দিন মেম্বার, সুরুজ উদ্দিন ও আবু নাঈম ভুঁইয়া রেনুসহ আরও অনেকে।
দরবারের সিদ্ধান্ত মোতাবেক একইদিন দুপুরে আবু নাঈম রেনু ভুঁইয়া দরবারি আলমগীরসহ কয়েকজনকে নিয়ে উপজেলার শাহেদল এলাকার বাসিন্দা মোছাঃ শারমিন আক্তারের (স্বামী জাহাঙ্গীর) বাড়িতে যান। এ সময় শারমিন জানান, তার স্বামী বাড়িতে নেই। পরে তারা চলে আসেন। কিন্তু পরবর্তীতে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে রেনু ভুঁইয়াসহ দরবারিদের বিরুদ্ধে শারমিনকে দিয়ে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করার উদ্যোগ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন বলেন, “গৃহবধূর স্বামী জাহাঙ্গীর ও তার ভাই মাজহারুল খারাপ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে এলাকায় চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। অপরদিকে রেনু ভুঁইয়া একজন সৎ ও ভালো মানুষ। কিছু অসাধু ব্যক্তি তাকে সমাজে হেয় করার জন্য এই মিথ্যা অভিযোগ করেছে।”
একইভাবে শাহেদল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মাসুদ মিয়া বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, “অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”