ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর আবারও ফিরছে জমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসের থিয়েটার দু শাতেলে আজ (সোমবার) অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেয়া হবে।
মেসি-রোনালদো নেই এবারের তালিকায়
দীর্ঘদিন ধরে ব্যালন ডি’অর পুরস্কারের দৌড়ে একচ্ছত্র আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মেসি রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন। পাঁচবারের বিজয়ী রোনালদো সর্বাধিক ১৮ বার মনোনীত হয়েছেন। তবে এবার ৩২ জনের মনোনয়ন তালিকায় নেই এই দুই তারকার নাম।
এবারের তালিকায় ঠাঁই পেয়েছেন জুড বেলিংহাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেফানডভস্কি ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা। তবে পুরস্কার জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দুজন।
পুরস্কার কি যাচ্ছে ইয়ামাল কিংবা দেম্বেলের হাতে?
ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ের শীর্ষ ফেভারিট। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। গোল করে এবং গোল করিয়ে ব্যালন ডি’অর জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি।
আলোচনায় আছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামালও। মেসির ১০ নম্বর জার্সির এই উত্তরসূরি গোল, অ্যাসিস্ট এবং বড় ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যে ভক্তদের মন জয় করে নিয়েছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর পুরষ্কার জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন উসমান দেম্বেলে।
ব্যালন ডি’অর ২০২৫ এর জন্য মনোনয়ন পেয়েছেন যারা
ব্যালন ডি’অর ২০২৫ মনোনয়ন (পুরুষ)- জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), উসমান দেম্বেলে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি, প্যারিস সেন্ট জার্মেই), দেজিরে দুয়ে (ফ্রান্স, প্যারিস সেন্ট জার্মেই), ডেনজেল ডুমফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান), সেরহু গুইরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড), ভিক্টর গিয়কেরেস (সুইডেন, স্পোর্টিং সিপি/আর্সেনাল), আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো, প্যারিস সেন্ট জার্মেই), হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ), খভিচা কভারাৎসখেলিয়া (জর্জিয়া, নাপোলি/পিএসজি), রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল), লাউতারো মার্টিনেস (আর্জেন্টিনা, ইন্টার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), স্কট ম্যাকটমিনে (স্কটল্যান্ড, নাপোলি), নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি), জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি), মিশেল ওলিস (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), কোল পালমার (ইংল্যান্ড, চেলসি), পেদ্রি (স্পেন, বার্সেলোনা), রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা), ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল), ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি), মোহামেদ সালাহ (মিশর, লিভারপুল), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ভিতিনহা (পর্তুগাল, পিএসজি), ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি, লেভারকুজেন/লিভারপুল), লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যালন ডি’অর সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে। জমকালো এই আয়োজন সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ ও উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।