বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন ডেম্বেলে, বোনমাতির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন ডেম্বেলে, বোনমাতির হ্যাটট্রিক

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির উইঙ্গার ওসমানে ডেম্বেলের হাতে উঠেছে ২০২৫ ব্যালন ডি’অর ট্রফি। অন্যদিকে টানা তৃতীয়বার নারীদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের এইতানা বোনমাতি।

২৮ বছর বয়সী ফরাসি তারকা ডেসেম্বলে বার্সেলোনার তরুন তুর্কি লামিন ইয়ামালকে পিছনে ফেলে এই ট্রফি জয় করেছেন। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রড্রি জয় করেছিলেন ২০২৪ ব্যালন ডি’অর ট্রফি। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত এই পুরস্কার হাতে নিয়ে ডেম্বেলেকে বেশ আবেগি হতে দেখা গেছে। আধুনিক ফুটবলের দুই বিশ্ব তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আধিপত্য খর্ব করে গত বছর থেকে নতুন নতুন তারকাদের দেখা যাচ্ছে ব্যালন ডি’অর মঞ্চে। 

২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফরাসি দলেরও সদস্য ছিলেন বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড ডেম্বেলে। গত মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৩৫ গোল। পিএসজিকে উপহার দিয়েছেন ফরাসি লিগ ও কাপ ডাবল, সাথে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর ডেম্বেলে হয়ে উঠেন পিএসজির সেন্টার-ফরোয়ার্ড। ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।

প্যারিসের থিয়েটার ডু শার্লেটে গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানে সেরার ট্রফি হাতে ডেম্বেলে বলেছেন, ‘আমার সত্যিই বলার মত কোন ভাষা নেই। পিএসজির হয়ে এটা ছিল অসাধারণ একটি মৌসুম।’

গতকাল বর্ষসেরা কোচের শিরোপা জয় করেছেন পিএসজির লুইস এনরিকে। এনরিকে তার বাবার মত, এমনটাই বলেছেন ডেম্বেলে।

এবারের এই ট্রফি জয়ের সংক্ষিপ্ত তালিকায় ডেম্বেলেসহ পিএসজির নয়জন সদস্য মনোনয়ন পেয়েছিলেন। ডেম্বেলে বলেন, ‘এটা একটি ব্যক্তিগত ট্রফি। কিন্তু আসলে সবাই মিলে এই ট্রফিটি আমরা জয় করেছি। ক্যারিয়ারে ব্যালন ডি’অর সত্যিকার অর্থেই আমার কোন লক্ষ্য ছিলনা। আমি শুধুমাত্র দলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিতে কঠোর পরিশ্রম করেছি।’

১৮ বছর বয়সী বার্সা তারকা ইয়ামাল ২০২৩ সালে বার্সেলোনায় ডেম্বেলের সতীর্থ ছিলেন। ডেম্বেলের সেরার ট্রফি জয়ের আগে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় কোপা ট্রফি জয় করেছেন ইয়ামাল। এনিয়ে দ্বিতীয় বছর তিনি এই ট্রফি জয় করলেন।

ডেম্বেলে যখন ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছিলেন তখন তার দল পিএসজি লিগ ওয়ানে মার্সেইর কাছে ১-০ গোলে পরাজিত হয়। এই ম্যাচটি রোববার অনুষ্ঠিত হবার কথা থাকলে ফ্রান্সের দক্ষিনাঞ্চলে প্রচন্ড ঝড়ের কারনে একদিন পিছিয়ে যায়।

এদিকে নারীদের বিভাগে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার বোনমাতিকে ছাড়িয়ে যাবার মত কেউ ছিলেন না। যদিও স্প্যানিশ আরেক তারকা মারিওনা কারডেনটিকে পিছনে ফেলে বোনমাতি টানা তৃতীয়বারের মত ব্যালন ডি’অর ট্রফি নিজের করে নেন। 

২৭ বছর বয়সী বোনমাতির স্পেন নারী ইউরো ২০২৫ ফাইনালে ইংল্যান্ডে কাছে পেনাল্টিতে পরাজিত হয়। এছাড়া ক্লাব মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কালডেনটির আর্সেনালের কাছে হেরে যায় বোনমাতি বার্সেলোনা।

ইউরোতে বোনমাতি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। যদিও স্পেনের হয়ে প্রথম দুই ম্যাচে অসুস্থতার জন্য তিনি খেলতে পারেননি। ব্যক্তিগত এই পুরস্কার গ্রহণের সময় বোনমাতি সতীর্থদের কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘আমি দারুন গর্বিত। আমি মনে করি টানা তৃতীয়বার আমি এখানে দাঁড়িয়ে আছি কারন যে দলে আমি খেলি সব কৃতিত্ব তাদের।’

এই তালিকায় তৃতীয় হয়েছেন ইংল্যান্ডের ইউরো জয়ী দলের সদস্য এ্যালেসিয়া রুসো। তিনি আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন।

বিশ্বজুড়ে সাংবাদিক প্যানেলের ভোটে ব্যালন ডি’অর মনোনীত হয়। ফিফা র‌্যাঙ্কিংয়ের পুরুষ বিভাগে শীর্ষ ১০০ ও নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের সাংবাদিকরা এখানে ভোট দেবার সুযোগ পান।

বিশ্বসেরা তরুন নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন বোনমাতির বার্সেলোনা ও স্পেন সতীর্থ ১৯ বছর বয়সী ভিকি লোপেজ।

পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জয় করেছেন। নারীদের বিভাগে সেরা গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের হান্নাহ হ্যাম্পটন।

পুরুষ বিভাগে সেরা কোচ হয়ে ইউহান ক্রুইফ ট্রফি জয় করেছেন পিএসজির লুইস এনরিকে, নারীদের ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান।

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি হয়েছে বর্ষসেরা ক্লাব। নারীদের বর্সসেরা ক্লাব হয়েছে আর্সেনাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com