কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকলের ৪৭ শতাংশ জমি বিক্রির নাম করে বায়না বাবদ টাকা নেওয়ার পর পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নিটল মটরস লিমিটেডের বিরুদ্ধে। জমি রেজিস্ট্রি না দিয়ে ক্রেতাকে উল্টো হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এ মামলা করেছেন হোসেনপুর উপজেলার ছাওয়ালিয়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে গোলাপ মিয়া। মামলার আসামি করা হয়েছে কোম্পানির চার কর্মকর্তাকে। বিচারক আমিনুল ইসলাম জুনাঈদ মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। আসামীরা হলেন-
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি বিক্রির প্রস্তাব দেওয়ার পর ২০২২ সালের ২৮ জানুয়ারি প্রথমে ২৩ হাজার ৫০০ টাকা বায়না বাবদ নেন আসামিরা। পরবর্তী সময়ে চার দফায় আরও ৩০ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করে গোলাপ মিয়া সর্বমোট ৩১ লাখ ৮ হাজার ৫০০ টাকা প্রদান করেন। টাকা নেওয়ার সময় নিটল মটরস লিমিটেডের প্যাডে স্বাক্ষর করে মানি রিসিট দেন কোম্পানির ডিজিএম ইকরাম হাসন।
তবে দীর্ঘ তিন বছর পার হলেও জমি রেজিস্ট্রি করে দেননি আসামিরা। বরং নানা টালবাহানা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর গোলাপ মিয়া বলেন— “জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই উপায় না পেয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।”
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর মো. আজিজ আহমেদ বলেন, আদালতের নির্দেশে উভয়পক্ষকে নোটিশ করা হয়েছে। তদন্ত চলছে। দ্রুততম সময়ে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।