কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গাংগাটিয়া জমিদারবাড়ি সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র্যালির আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে হোসেনপুরে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মো. আমির হামজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি আ. হাকিম, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মো. শাহীন আলম, জেলা সাধারণ সম্পাদক মো. মেনু ভূঁইয়া, মহিলা বিষয়ক সভাপতি মদিনা আক্তার এবং হোসেনপুর উপজেলা সভাপতি মুক্তার হোসেন। এছাড়াও উপজেলা নেতৃবৃন্দ নাছির উদ্দীন নান্নু, মাসুদ মিয়া, নাজমুল হক, আলাল মিয়া, ফাইজুল মিয়া ও বাবুল মিয়া বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জাকের পার্টি সবসময় সত্য, ন্যায় ও মানবতার রাজনীতি করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।
জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা এবং জনগণকে ইসলাম, ঈমান ও এহসানের আলোকে ঐক্যবদ্ধ করা।