মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাজিতপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
বাজিতপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, প্রভাষক, বাজিতপুর সরকারি কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ। এছাড়াও বাজিতপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান ও উপজেলার ২৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজিতপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান কর্মশালার বিষয়বস্তু এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বিশ্বসাহিত্যের নানা কর্মসূচির বিষয় তুলে ধরেন এবং সমাজে এ সকল কর্মসূচির সামাজিক প্রভাবের কথা উল্লেখ করেন। বই কিভাবে একজন মানুষকে আলোকিত করে সে বিষয়ে আলোকপাত করেন এবং সকলকে বই পড়ার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণকে এ সকল বই পড়ে এ বিষয়ে সম্যক ধারনা রাখার নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় প্রধান অতিথি বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হুসাইন বক্তব্য রাখেন ও কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, নব্বই দশকের তুলনায় বর্তমানে বই পড়ার হার কমে যাচ্ছে; কলেজ শিক্ষার্থীরা আগের দশকগুলোতে যেমন বই পড়তো সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করতো এখন সে ধরনের চর্চা কমে গেছে। বইয়ের মাধ্যমে অতীত ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি জানা যায় সে বিষয়ে তিনি জোর দিয়ে বলেন; বইয়ের মাধ্যমে ইতিহাস জেনে মানুষ তার জীবনে উন্নতি ঘটাত পারে এবং ভাল বই পড়ার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। প্রত্যেক ধর্মে বই পড়ার গুরুত্ব আরোপ করা হয়েছে এ বিষয়ে যথার্থ জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের মাধ্যমে আধুনিক যুগের সাথে সমন্বয় ঘটানোর নানা দিক তুলে ধরেন। তিনি গ্লোবাল ভিলেজের কথা উল্লেখ করে সাড়া বিশ্বে সকলের মধ্যে প্রতিযোগিতার কথা তুলে ধরে শিক্ষক ও অভিভাবকদের বই পড়ার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং বইকে জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

কর্মশালার কার্যসূচি অনুযায়ী টিম ম্যানেজার আবু বক্কার লিটন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম পরিচিতি ও বাস্তবায়ন কৌশল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। প্রশ্ন-উত্তর সেশনের মাধ্যমে শিক্ষকদের সকল প্রশ্নের আলোচনা ও শিক্ষকদের মতামত গ্রহণ করা হয়ে। কর্মশালায় উপস্থিত সকলকে একটি করে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নোট বুক, ম্যানুয়াল বই, কলম, অনুষ্ঠানসূচি, ২০২৩ সালের কার্যক্রমের কর্মপরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি প্রদান করা হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির। তিনি সভাপতির বক্তব্যে বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি একটি সরকারি কাজ। এটিকে সকলের মিলে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি এখন পাঠ্যক্রম বিষয়ক যদিও এর আগে এটি সহশিক্ষা কার্যক্রম এবং তার পূর্বে ছিলো এক্সাটা কারিকুলার কার্যক্রম । তিনি মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সব রকম সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

কর্মসূচি সম্পর্কে অংশগ্রহণকারীবৃন্দের মতামত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে ২০২৩ সালে কর্মসূচি বাস্তবায়নের কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন করেন গাজী মুইনুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি।

শেষে বাজিতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com