কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর রেলষ্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৬ আগষ্ট) দুপুর ২টার দিকে পয়েন্ট পরিবর্তনের সময় ঘটনাটি ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে ষ্ট্রেশনের মাষ্টার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস-৭৮১ ট্রেনটি সরারচর ষ্টেশনে প্রবেশ করার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী-৭৫০ ট্রেনটিও সরারচর ষ্টেশনে পৌঁছায়। এ সময় পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জে এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার করবে।