মাত্র বত্রিশ বছর বয়সে একসাথে তিন ফুটফুটে নবজাতকের জন্ম দিয়ে রীতিমত হৈ-চৈ ফেলে দিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের এক গৃহবধু। এমন বিরল ঘটনায় হাসপাতাল পাড়ায়ও চলছে একপ্রকার উৎসবের আমেজ। এদিকে তিন নবজাতকই ছেলে সন্তান হওয়ায় আহ্লাদে-আনন্দে মাতোয়ারা পরিবারের লোকজন। উপরওয়ালার শোকর গুজার করে পরিবারের নবাগত তিন সদস্যের সুস্থতা ও দীর্ঘাঘু কামনায় দোয়া করেন প্রতিবেশীসহ স্থানীয় উপস্থিত লোকজনেরা। এছাড়াও তিন নবজাতক শিশুই বর্তমানে সুস্থ-স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার সাড়ে নয়টায় পৌর শহরের কমলপুরে অবস্থিত হলিটাচ মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে একসাথে তিন নবজাতক শিশুর জন্ম হয়। শিশু গুলোর বাবা অলি মিয়া একজন কৃষক ও মা হাসিনা বেগম (৩২) গৃহিণী। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে। অলি মিয়া ও হাসিনা বেগমের এর আগে এক এক করে তিনটি ছেলে সন্তান রয়েছে। অলি মিয়া একজন সাধারণ কৃষক। সিজারের মাধ্যমে অপারেশন করাতে এ হাসপাতালে আসেন। তাদের অস্ত্রোপচার সম্পন্ন করেন হাসপাতালের ডাক্তার শফিকুল ইসলাম ও প্রাক্তন সিভিল সার্জন ডাক্তার জালাল উদ্দিন। দুই ডাক্তারের তত্ত্বাবধানে অস্ত্রপাচারের পর শিশুগুলো শারিরীকভাবে যথেষ্ট সুস্থ ও ভালো আছে।
ভৈরব হলিটাচ মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক মোঃ ফয়জুল আলম জানান একসাথে তিন নবজাতক জন্ম হওয়ায় আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। তিনটি শিশুর জন্য জামা-কাপড় ও উপহারের ব্যবস্থা করেছি। নবজাতক ও নবজাতকের মা সুস্থ ও ভালো আছে।
বাবা অলি মিয়া জানান, আমি একজন সাধারণ কৃষক। আমাদের কুলজড়ে একসাথে তিন শিশু জন্ম হওয়ায় আমরা খুশি ও আনন্দিত। পাশাপাশি তাদের ভরপোষণ ও চিকিৎসার সেবার জন্য আমরা চিন্তিতও বটে। বাস্তবতার বেড়াজালে পড়ে তিনি তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন দরিদ্র কৃষক অলি মিয়া।