ঈদের বাকি আর একদিন। শনিবার কুরবানির ঈদ। সমাজের চারদিকেই এখন বিরাজ করছে কুরবানি ঈদের আমেজ। সামর্থবানদের কুরবানির পশু কেনাও প্রায় শেষ পর্যায়ে। মশলা-পাতি কেনা আর দা-বটি ধার করতেই ব্যস্ত সময় পার করছেন সবাই। সব মিলিয়ে ঈদুল আজহা-কে উযযাপনের অপেক্ষায় সমগ্র মুসলিম উম্মাহ। উৎসবের আমেজে মেতেছে সর্বস্তরের মানুষজন।
কিন্তু কুরবানি ঈদের এই আমেজ অনুপস্থিত কিশোরগঞ্জের ভৈরবের বেদে পল্লীতে। সামর্থ না থাকায় পশু কুরবানি দেওয়ার উচ্চাকাঙ্খা নেই এই পল্লীর দরিদ্র মানুষদের। তবে অন্তত ঈদের দিন অবুজ শিশু বাচ্চাদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার আক্ষেপে পুড়ছে এই পল্লীর ৩৫টি মুসলিম পরিবারের ৩শতাধীক নিম্ন আয়ের নারী-পুরুষদের মন।
ঈদ ঘনিয়ে এলেও এসব পরিবার গুলোতে নেই বিন্দুমাত্র ঈদ আনন্দের আমেজ। কেননা, ঈদের মত খুশির দিনেও পল্লীর হত-দরিদ্রদের ঘরে তিনবেলা খাবার জুটবে কিনা তা নিয়েই দুশ্চিন্তার ভাঝ পড়েছে গরীব বাবা-মায়েদের কপালে। বিত্তশালীদের মত হরেক রকম মুখরোচক খাবার দিতে না পারলেও কেবল ঈদের দিনে ছ্ট্টো শিশু-কিশোরদের থালায় এক টুকরো গরুর মাংস তুলে দিতে পারলেই অনেকটা স্বস্থি পেত ভৈরব বেদে পল্লীর এসব অসহায় বাবা-মায়েরা।
বেদে সম্প্রদায়ের এমন দুঃখ-কষ্টের কথা ভেবে মানবিক দৃষ্টিকোণ থেকে পল্লীর ভাসমান মানুষগুলোর মুখে এক চিলতে হাসি ফুটাতে আজ বুধবার বিকেলে গাড়ি ভর্তি চাল নিয়ে পল্লীতে যান উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন। এসময় পৌরসভার সচিব মো. ওমর ফারুক ও পল্লীর সরদার আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাল বিতরণ কর্মসূচীতে প্রতিটি পরিবারে ১০ কেজি করে মোট ৩৫টি পরিবারের জন্য ৩শ ৫০কেজি চাল বিতরণ করা হয়। এতে কিছুটা হলেও ঈদের খুশি ফিরেছে বেদে পল্লীর খুপরি ঘর গুলোতে। তবে বিত্তবানদের সুনজর কামনায় ঈদের দিনে আর সবার মত এক টুকরো গরুর মাংস খাওয়ার আকুতি জানিয়েছেন পল্লীর বাসিন্দারা।
পল্লীর সরদার আতাউর রহমান বলেন, “আমরা সবাই অসহায় ও গরীব মানুষ। আমাগো মন চায় এক টুকরা গোস্ত খাইতে। কিন্তু আমাগো অবস্থা খুবই খারাপ। ৫ দিন ধরে বৃষ্টি-বাদলে ঘরের চাল বেয়ে পানি পড়ে। পাতিলে রান্না করার মত তেমন কিছুই নাই। কেমনে রাতে ঘুমাই আর কেমনেই বা কামাই করুম- এই চিন্তা’ই বাছি না। গরুর মাংস খাওন তো দুঃস্বপ্ন”।
বেদে সম্প্রদায়ের আট বছরের শিশু মারিয়া একবুক আক্ষেপ নিয়ে বলেন, রাস্তা দিয়া কত মানুষ বড় বড় গরু নিয়া যাইতে দেখি। শনিবার দিন নাকি কুরবানির ঈদ। সবাই নাকি ঐদিন গোস্ত খাইবো। আমাগো ও তো মনে চায় গোস্ত খাইতে। কে দিবো?
চাল বিতরণ কর্মসূচী শেষে পৌরসভার সচিব মো. ওমর ফারুক বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বেদে পল্লীর মানুষদের ঈদ আনন্দ ফেরাতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। সমাজের বিত্তবানরাও যদি তাদেও প্রতি সুনজর দেয় তবে আশা করি, অন্তত এই কুরবানির ঈদে বেদে পল্লীর বাসিন্দাদের ঘরে মাংস পৌছানো সম্ভব হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, গত রোজার ঈদেও আমরা প্রতিটি পরিবারে ১টি করে নতুন কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। এরই ধারবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পল্লীর ৩৫টি পরিবারে ১০কেজি করে ৩শ ৫০ কেজি চাল বিতরণ করা হয়েছে। আগামী দিনেও তাদের প্রতি আমাদের সুনজর অব্যাহত থাকবে।