রবিবার, ২২ জুন ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে দুই কন্যা সন্তান রেখে স্বামীর বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
ভৈরবে দুই কন্যা সন্তান রেখে স্বামীর বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীকে অমানবিক নির্যাতন ও একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে স্বামী নবী হোসেনের বিরুদ্ধে।

অভিযুক্ত নবী হোসেনের স্ত্রী রাহেলা বেগম জুই অভিযোগ করে বলেন, গত ২০১৯ সালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা গ্রামের মৃত আঃ ওয়াহাবের পুত্র নবী হোসেনের ১লক্ষ ৫০হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর থেকে রাহেলা বেগমের সাথে নবী হোসেনের সংসার জীবন ভালোই চলছিল।

হঠাৎ করে স্বামী নবী হোসেন নিজের ঘোর পাল্টে ফেলে শ্বশুড় বাড়ি থেকে যৌতুক বাবদ নগদ ৩লাখ টাকা এনে দিতে স্ত্রী রাহেলাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। ভুক্তভোগী নারী রাহেলা বেগম ৬মাসের অন্তঃসত্তা ও দুইকন্যা সন্তানের জননী।

তিনি লিখিত বক্তব্যে বলেন, স্বামী নবী হোসেন লম্পট চরিত্রের। ফলে একাধিক নারীর সাথে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। এতে করে সাংসারিক কলহ দিনদিন চরম আকাড় ধারন করে। ভুক্তভোগী নারী রাহেলা বেগম বুধবার সন্ধ্যায় দূর্জয় মোড় এলাকার সৈয়দ আমেনা ভবনের ২য় তলায় সংবাদ সম্মেলণ করে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

এছাড়াও অভিযুক্ত স্বামী নবী হোসেন বর্তমানে পাশ্ববর্তী উপজেলা কুলিয়ারচরের লালপুর গ্রামের জনৈক এক বিবাহিত নারীর সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও এই পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী রাহেলা বাধা দেয়ায় স্বামী নবী হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ বন্ধ করে উল্টো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি ওই জনৈক নারী তার পূর্বের স্বামীকে চলতি বছরের ১৬ফেব্রুয়ারি তালাক দিয়ে একই মাসের ২৭তারিখ নবী হোসেনকে বিয়ে করেছেন বলেও সংবাদ সম্মেলণে অভিযোগ করেন স্ত্রী রাহেলা বেগম জুই। বর্তমানে ভুক্তভোগী নারী রাখেল বেগম ৬মাসের অন্তঃসত্তা অবস্থায় তার দুইকন্যা সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

স্বামীর অত্যাচার-নির্যাতন সইতে না পেরে রাহেলা বেগম গত ৮মার্চ নবী হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ নবী হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে নবী হোসেন জামিনে বের হয়ে মামলা তুলে নিতে রাহেলাকে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন রাহেলার মা ইয়াসমিন আক্তার। এবিষয়ে ভুক্তভোগী নারী রাহেলা তার দুই কন্যা সন্তান জান্নাতুল নাবিহা (৫) ও সিদরাতুল মুন্তাহা (৩) এর আগত ভবিষ্যতের কথা ভেবে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের কার্যকর হস্থক্ষেপ কামনা করে সুষ্ঠু সমাধান ও বিচার দাবি করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com