বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাদের লক্ষ্য একটাই—জয়। তিনি বলেন, ‘কত মানুষ গ্যালারিতে থাকছে বা কী পরিমাণ চাপ আছে, সেটা বড় বিষয় নয়; দিন শেষে দেশের জন্য তিন পয়েন্ট অর্জনই আসল কথা।’
সোমবার (৯ জুন) ঢাকার একটি হোটেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন জামাল। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে উপস্থিত হয়ে তিনি জানান, খেলোয়াড়দের চাপ অনুভব হলেও তারা মাঠে সেটা মাথায় নিচ্ছেন না।
‘দশজন মানুষ থাকলেও চাপ থাকে, আবার ২০ হাজার থাকলেও সেটা একই। আমাদের দায়িত্ব মাঠে ভালো খেলা। আমরা চাই ম্যাচটা যেন জিততে পারি,’ বলেন জামাল।
জাতীয় দলের ফুটবলে ফিরে এসেছে উত্তেজনা। প্রায় ৫৫ মাস পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। ভারতের সঙ্গে ড্র করার পর এই ম্যাচে জয় পেলে গ্রুপে অবস্থান আরও মজবুত হবে।
ম্যাচকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক ১৮ হাজার ৩০০ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। অনেক দর্শক টিকিটের জন্য এখনও অপেক্ষায়। তাই বিভাগীয় শহরগুলোতে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।
সিঙ্গাপুরের শক্তির দিকগুলো মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজরা। বিশেষ করে সেটপিস ও বিল্ডআপ ফুটবলে প্রতিপক্ষ এগিয়ে থাকায় বাংলাদেশ তাদের রক্ষণ ও গোল পাওয়া দুই দিকেই নজর দিচ্ছে। জামালের ভাষায়, ‘আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। তবে ক্লিনশিট ধরে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২–০ গোলে জয় পেয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই নামছে সিঙ্গাপুরের বিপক্ষে।
জামাল বলেন, ‘প্রায় ৯ দিন ধরে আমাদের ক্যাম্প চলছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সবাই মিলে তিন পয়েন্টের জন্য লড়াই করতে প্রস্তুত।’