নীরব ভাষায় যিনি সমাজের গল্প বলেন, হাতের ভঙ্গিতে তুলে ধরেন মানুষের না বলা অনুভূতি—তাঁর নাম রিফাত ইসলাম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মূকাভিনয় শিল্পী এবার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ কোরিয়ায়, আন্তর্জাতিক শিল্প উৎসবে অংশ নিতে।
আগামী ১৩ থেকে ১৯ জুন কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে ‘Seoul World Art Fair Festival 2025’। এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছেন রিফাত ইসলাম, যেখানে বিশ্বের নানা দেশের শিল্পীরা তাঁদের পরিবেশনা মঞ্চস্থ করবেন। কোরিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবটিতে অংশ নিচ্ছেন আমেরিকা, জাপান, চীন, জার্মানি, ইতালি, কাজাখস্তান, এস্তোনিয়া, আফ্রিকা, ভারত, কোরিয়া এবং বাংলাদেশের শিল্পীরা।
রিফাত ইসলাম জানান,
“আমি দ্বিতীয়বারের মতো দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছি। এর আগে ভারতের ত্রিপুরায় পারফর্ম করেছি। এবার দক্ষিণ কোরিয়ার মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পেয়ে আমি গর্বিত। উৎসবে আমার তিনটি পরিবেশনা থাকবে— ক্রাইসিস অব ইমোশন, টু ইন ওয়ান, এবং বাঙালির ঐতিহ্য পুতুলনাচ।”
এ সম্পর্কিত আরও নিউজ: ভারতের নাট্যোৎসবে অংশগ্রহন শেষে দেশে ফিরল ‘রিফাত ইসলাম’
রিফাত ইসলাম শুধু একজন মূকাভিনয়শিল্পী নন, তিনি তার নিজ জেলায় প্রতিষ্ঠিত ‘জলছবি মাইম থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। বহু বছর ধরে তিনি সারা দেশে মূকাভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে। তাঁর পরিবেশনায় থাকে নিখুঁত শারীরিক অভিব্যক্তির পাশাপাশি গভীর মানবিক আবেদন, যা ছুঁয়ে যায় দর্শকের হৃদয়।
এই আন্তর্জাতিক সফর শুধু রিফাত ইসলামের জন্যই নয়, বরং বাংলাদেশের মূকাভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও এক অনন্য গর্বের উপলক্ষ।