মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে তুচ্ছ ঘটনার জেরে তিনদিনে ৪টি সংঘর্ষ, আহত শতাধিক

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
ভৈরবে তুচ্ছ ঘটনার জেরে তিনদিনে ৪টি সংঘর্ষ, আহত শতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে ৩দিনে পৃথক ৪টি সংঘর্ষের ঘটনায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের অন্তত শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এই তিনদিনে কমপক্ষে ৮০জন চিকিৎসা নিয়েছেন। এছাড়াও আরো আহত ২০জন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন।

ঈদ উপলক্ষ্যে হাসপাতালের ডাক্তারসহ অন্যান্য জরুরি বিভাগের লোকজন ছুটিতে থাকলেও যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদেরও চিকিৎসা সেবাদানে হিমশিম খেতে হয়েছে তিনদিনে। এছাড়াও তুচ্ছ ঘটনার জের ধরে অন্তত ২০টি বাড়ি-ঘরে ভাংচুর-লুটপাটসহ অগ্নী-সংযোগ করা হয় বলে জানা গেছে। এদিকে লাগাতার এসব সংঘর্ষের ঘটনায় আতংক ছড়াচ্ছে সর্ব-মহলে।

গত মঙ্গলবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২০জন।

একই দিন বিকেলে শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে ফের ফুটবল খেলার মাঠ কে ঘীরে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুই বংশের লোকজন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ১৭জন। সোমবার পৌর এলাকার কালিপুর গ্রামে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ হলে ৭জন হাসপাতালে চিকিৎসা নিতে যান। রোববার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামে ‘টেরা চোখে তাকানো’-কে কেন্দ্র করে সংঘর্ষ বাধলে ৯জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

শ্রীনগর গ্রামের অধ্যাপক মোহাম্মদ আলী রানা বলেন, গ্রাম থেকে দূর-দূরান্তে কর্মজীবি মানুষেরা বাড়ি ফিরে ঈদের আনন্দ উপভোগ করতে। তবে বর্তমান সময়ে আমাদের মাঝে আন্তরিকতা কমে গিয়েছে। যারফলে নিতান্তই তুচ্ছ ঘটনায় আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ি। এসব ঘটনা আমাদেরকেও ব্যথিত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, ঈদ উপলক্ষ্যে হাসপাতালের ডাক্তার সহ মেডিক্যাল সহকারি ও কর্তব্যরত নার্সদের ধর্মীয় অনুভূতি বিবেচনায় ছুটি দিয়েছি। তারপরও সনাতন ধর্মের কর্মরত লোকজন দিয়ে আমরা হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য কার্যক্রম চালু রেখেছি। কিন্তু এই ঈদে রবি, সোম, মঙ্গল এ তিনদিনে কমপক্ষে আমরা বিভিন্ন গ্রাম থেকে সংঘর্ষের ঘটনার ৮০জন আহত রোগীকে সেবা দিতে পেরেছি।

ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি নাজমুস সাকিব জানান, আমরা ঈদ উপলক্ষ্যে শতাধীক পুলিশ এক নাগারে দায়িত্ব পালন করেছি। গ্রাম পর্যায়ে বিশৃঙ্খলা, মারামারি ও সংঘর্ষ এড়াতে আমরা প্রস্তুত আছি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন, তুচ্ছ ঘটনা নিয়ে এ অঞ্চলের বাসিন্দাদের মাঝে সৃষ্ট বিবেধ বা সংঘর্ষ এড়াতে জনসচেতনতা বৃদ্ধি এবং পরস্পর-কে আন্তরিক হওয়ার তাগিদও দেন তিনি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com