কিশোরগঞ্জে জমকালো আয়োজনে শুরু হলো ডা. আবু ইউসুফ কুতুব উদ্দিন আহম্মেদ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫। শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠে এবারের আসরের। এ বছর ১৪টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। আয়োজনে জেলার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয় মুক্ত ডানা ক্লাব এবং এডভোকেট শওকত কবির খোকন স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে মুক্ত ডানা ক্লাব ২-১ গোলে জয়লাভ করে লিগে শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধের ৩৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেয় মুক্ত ডানা ক্লাবের সঞ্চয়। দ্বিতীয়ার্ধে আবার ব্যবধান বাড়ায় একই দলের নিপু। অপরদিকে, শওকত কবির খোকন স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রফজান আলী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিঞা, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার কে.এম মাহবুবু উল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম. আব্দুল্লাহ’র সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন দিলু।
কিশোরগঞ্জে প্রথমবারের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ এর এমন আয়োজনটির পৃষ্ঠপোষকতায় আছেন জাতীয় দলের প্রাক্তন শুটার ও ডা. আবু ইউসুফ কুতুব উদ্দিন আহম্মেদ এর সুযোগ্য সন্তান ফরিদুল ইউছুফ মহসিন। এই আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ও কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ এম. আবু রায়হান।